৭ নভেম্বর
৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়। দেশে বর্তমানে মোট সমবায় সমিতির সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৫৩৪ টি।
৮ নভেম্বর
- এম আই-১৭১ হেলিকপ্টার সংযোজন করার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করেছেন। বিজিবিকে দেয়া দুটি হেলিকপ্টারের প্রতীকী নাম বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এবং বীরশ্রেষ্ঠ আবদুর রউফ।
- সামরিক শাসনের অবসানের পর গত ৮ নভেম্বর ২০২০ এ মিয়ানমারে দ্বিতীয়বারের মত সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- জাপানের সম্রাটের উত্তরাধিকারী হিসেবে গত ৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে প্রিন্স আকিসিনোর নাম ঘোষণা করা হয়। জাপানের বর্তমান সম্রাটের নাম নারিহিতো।
৯ নভেম্বর
- করোনা ভাইরাস মহামারির শুরু থেকেই ফাইজার ও বায়োএনটেক নামের দুটি মার্কিন প্রতিষ্ঠান টিকা তৈরির চেষ্টা করে আসছিলো। গত ৯ নভেম্বর প্রতিষ্ঠান দুটি জানায় তাদের টিকা ৯০ শতাংশ পর্যন্ত কার্যকর।
১০ নভেম্বর
- শহীদ নূর হোসেন দিবস পালিত হয়। ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন তিনি।
- একুশে পদক প্রাপ্ত স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের মৃত্যুবার্ষিকী। তিনি সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের স্থপতি। ২০১৪ সালের এই দিনে মারা যান তিনি।
১২ নভেম্বর
- দেশে প্রথমবারের মত বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কারখানা হতে যাচ্ছে তুরাগ নদীর কাছাকাছি আমিন বাজার এলাকায়। কারখানা করবে চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিএমইসি)। ৪২ দশমিক ৫মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যয় হবে ১৫ হাজার ৩২৫ কোটি টাকা।
১৩ নভেম্বর
- আন্তর্জাতিক শিশু পুরস্কার পেয়েছে নড়াইলের ১৭ বছর বয়সী কিশোর সাদাত রহমান।
- সাইবার বুলিং ও সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করে “শিশুদের নোবেল” খ্যাত এই পুরস্কার জিতে নেয় সে।