মো. নুরুল ইসলামের কবিতা

দুঃস্বপ্ন

একদিন নতুন এক ভোর হবে

শিকড় পেয়ে যাবে আদুরে মাটি,

নামের কোন অংশ কেঁপে কেঁপে

এক ইঞ্চি বাঁক দিয়ে বসবে না ।

 

পাতারা সংসার করবে, পোকাদের কুঞ্জ সাজাবে

এলেমেলো কচি ডাল হবে টগবগে জোয়ান,

পাখিরা গানে মাতবে গাছের মগডালে

চলবে শিয়ালে-কুকুরে যাত্রাপালা নীরব দুপুরে।

 

স্বপ্ন বুনেছি মনের ভেতরে নিজের অজান্তে;

কে জানতো আমার স্বপ্নের বটবৃক্ষ

হেঁচকা টানে কদুর মূলের মত উপড়ে পড়বে

কিংবা ভাসতে থাকবে মরা ভেটকির মত।

 

এখন চোখ বুজি না মৃতপ্রায় স্বপ্নের ভয়ে

এখন চোখ খুলি না জীবনের আঁতুর ঘরে।

 

যুদ্ধ

কী সুন্দর তোমার অস্ত্রের অর্থনীতি,

কী গভীর তোমার স্বার্থের রাজনীতি,

কী মনোহর তোমার মানবতার আঁকিবুঁকি,

কী নিখুঁত তোমার বাতায়ন নীলাদ্রি!

 

যুদ্ধই তোমার চাকা, চাকার তেল,

তোমার ক্ষমতা, ক্ষমতার খেল,

প্রেমের পরিণতি, বাসনার ফুল, কামনার ফল,

উন্মাদ যৌনতার এক অপূর্ব নিয়তি!

 

তাই হায়েনারা বেশ মেতেছে, পিরিত করে

শুয়ারে শুয়ারে, করে রাজকীয় সঙ্গম,

কুকুরে কুকুরে কুকুরাণ্য এই বিশাল মাঠ

সাপে বিচ্ছুতে দখল নিয়েছে পানির প্রতিটি ঘাট!

 

জ্ঞানীরা বসেছে আজ পাটাতনে

কত যুক্তি, কত তথ্য-তত্ত্ব তারা হানে,

যুদ্ধের রীতি, যুদ্ধের কলা, যুদ্ধের ফল

কত আলোচনা নেমে আসে জ্ঞানী কপাল ছিঁড়ে।

 

শুধু কেউ বলে না, একবার ও বলে না

একটা বাক্য, একটি সত্য কথা;

যুদ্ধ আজ আর নেশা নয়

কেবল কিছু দেহের পেশা নয়

যুদ্ধ আজ জীবন-পিপাসা, রক্তমাখা ভালোবাসা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here