ফেসবুকের ব্র্যান্ডভ্যালু কত?

সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে বিশ্বে শীর্ষস্থানে আছে ফেসবুক। ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্ক, সামাজিক যোগাযোগ, রাজনৈতিক ও সাংস্কৃতিক আদানপ্রদান, প্রতিবাদ, প্রতিরোধ, উৎসব ও উদযাপনের সঙ্গে জড়িয়ে আছে ফেসবুক। অগণিত মানুষের অবসর ও নিত্য দিনের অংশ ফেসবুক। কিন্তু আমরা কি জানি ফেসবুক কতোখানি বাণিজ্যিক লক্ষ্য থেকে পরিচালিত হয়? জুলাই ২০২১ সালের কিছু পরিসংখ্যান তুলে ধরলেই বোঝা যাবে ফেসবুকের দাপুটে অবস্থান।

 

২০২১ সালের জুলাই মাসের হিসেব অনুযায়ী পৃথিবীর ২৮৫৩ মিলিয়ন মানুষ ফেসবুক ব্যবহার করেছে। ব্যবহারকারী জনসংখ্যার বিচারে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে ইউটিউব ও হোয়াটসঅ্যাপের অবস্থান।

 

ফেসবুক ব্যবহারে সারা বিশ্বে এগিয়ে আছে ভারত; ফেসবুক ব্যবহার করছে দেশটির ৩৪০ মিলিয়ন মানুষ। তার পরেই আছে যুক্তরাষ্ট্র; ব্যবহারকারী জনসংখ্যা ২০০ মিলিয়ন। এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহারী দেশ ইন্দোনেশিয়া। সারা পৃথিবীতে বাংলাদেশের অবস্থান ১০তম দেশের ঘরে। আর ব্যবহারকারী জনসংখ্যা ৪৬ মিলিয়ন। বাংলাদেশের তুলনায় এক মিলিয়ন কম ব্যবহার করছে পাকিস্তানি জনগণ। সারা পৃথিবীতে মাসিক সক্রিয় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২.৮৯ বিলিয়ন।

 

২০২০ সালে ফেসবুক আয় করেছে ২৯.১৫ বিলিয়ন ডলার। ২০২০ সালে ফেসবুকে প্রচারিত বিজ্ঞাপন থেকে প্রাপ্ত রেভিন্যু ৮৪,১৬৯ মিলিয়ন মার্কিন ডলার। প্রতি ব্যবহারকারীর মাধ্যমে ফেসবুক রেভিন্যু পেয়েছে ৩২.০৩ মার্কিন ডলার। এসব তথ্য জেনে প্রশ্ন জাগে ফেসবুকের ব্র্যান্ডমূল্য কত? তার জবাব দিয়েছে স্ট্যাটিস্টা ডট কম। ফেসবুকের ব্র্যান্ডভ্যালু ৮১.৪৮ বিলিয়ন ডলার। তার মানে আপনি যখন ফেসবুক ব্যবহার করেন, আপনি তখন ফেসবুকের জন্য টাকাও উৎপাদন করেন!

তথ্যসূত্র : স্ট্যাটিস্টা ডট কম

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here