আফগান লোককবিতার একটি আঙ্গিক লান্দে। দুই পংক্তিতে বিন্যস্ত এই কবিতার ধারা আফগান সাংস্কৃতিক ঐতিহ্যের বিরাট এক অংশ। প্রধানত নারীরাই লেন্দে কবিতার স্রষ্টা ও সংরক্ষক। যুদ্ধ, প্রেম, বিচ্ছেদ, বিরহ, প্রতিবাদ লেন্দে কবিতার প্রধান বিষয়। সহজিয়ার পাঠকদের জন্য উপস্থাপন করা হলে অনূদিত কিছু কবিতা।
অন্তহীন এই নির্বাসন হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিচ্ছে
হে খোদা ফিরিয়ে নিয়ে চল উঁচু পাহাড়ের পাদদেশে।
বসন্ত এলো। এখানে গাছে গাছে গজাচ্ছে কচি পাতা।
কিন্তু হায় আমার দেশের পত্র-পল্লব শত্রুর বুলেটে ক্ষতবিক্ষত।
বন্ধুরা, বলতে পারো কোনটা বেছে নেব আমি?
বিলাপ আর নির্বাসন উভয়েই আজ আমার দুয়ারে।
হে বোনেরা! নেকাব কোমরে,
রাইফেল তোলো, যুদ্ধে চলো।
বুকের ঠিক মাঝ বরাবর যদি কোনো ক্ষত না দেখি তোমার
পিঠ ছাকনির মত ঝাঝরা হলেও কিছু যায় আসে না আমার।
যদি আমায় সত্যিই ভালবাসো, আমাদের দেশটাকে মুক্ত করো,
বিনিময়ে আমার অনিন্দ্য সুন্দর মুখ পেয়ে যাবে তুমি চিরতরে।
যদি না-ই জানো কী করে ভালবাসতে হয়
তবে কেন জাগালে এ সুপ্ত হৃদয়?
মধ্যরাত হয়ে এলো, তবু তুমি এখনো এলে না।
আমার কম্বল, সারা দেহ দুটিই জ্বলছে আগুনে।
এসো আমার, প্রিয়তম, জড়াও তোমার আলিঙ্গনে
আইভি ফুলের মতই ঠুনকো আমি, আমার শরত এলো বলে।
যুদ্ধবিমুখ ছোট বিভীষিকা আমার পাশে পড়ে থাকে গুটিশুটি মেরে।
আমার বিছানায় শোবার অধিকার তারই যে দেশের জন্য মরতে প্রস্তুত।
ছোট বিভীষিকা কিসসু জানে না — না জানে প্রেম, না জানে যুদ্ধ,
রাতের বেলা পেট ভরে গেলেই নাক ডেকে ঘুম!