আফগান প্রবাদ

চিন্তা ও প্রজ্ঞার এক প্রাচীন উৎস আফগানিস্তান। বিভিন্ন ভাষা, জাতি ও সংস্কৃতির বৈচিত্র্যময় ভূমি হিসেবে পরিচিত আফগানিস্তান রাজনৈতিক কারণে আলোচিত। সহজিয়ার পাঠকদের জন্য উপস্থাপন করা হলো আফগান কিছু প্রবাদ।  

১. বন্ধু ও ভাই

প্রথম দেখায় বন্ধু, পরের দেখায় ভাই।

ব্যাখ্যা : বন্ধুত্ব থেকে ভ্রাতৃত্বের সৃষ্টি।

 

২. গাধা

গাধাটি যদি তোমার না হয়, তাহলে তাকে থামিও না।

ব্যাখ্যা : নিজের কাজে মনোযোগ দাও।

 

৩. দল

জোর করে দল বানানো যায় না।

ব্যাখ্যা : শক্তি দিয়ে সম্প্রীতি সৃষ্টি করা যায় না।

 

৪. খুন

মিষ্টি দিয়ে যাকে খুন করা যায়, বিষ দিয়ে তাকে খুন করা যায় না।

ব্যাখ্যা : বল প্রয়োগের চেয়ে নম্রতা ভালো।

 

৫. প্রান্তবাসী

কিনারায় পড়ে থাকা লোক — লড়াই করবেই।

ব্যাখ্যা : বেশি বিপদে পড়লে মানুষ ঘুরে দাঁড়ায়।

 

৬. ভালো কাজ

ভালো কাজ কখনোই ছাইয়ে পরিণত হয় না।

ব্যাখ্যা : ঠিক কাজ করলে মন্দ পথে যাওয়া যায় না।

 

৭. মিথ্যুক

মিথ্যুক সব কথা ভুলে যায়।

ব্যাখ্যা : মিথ্যেবাদীর কথার স্থিরতা নেই।

 

৮. আত্মপ্রশংসা

নিজেকে ‘খান’ বলে, আদতে সে ‘খান’ নয়।

ব্যাখ্যা : আত্মপ্রশংসা প্রশংসা নয়।

 

৯. প্রতিচ্ছবি

নিজের মধ্যে তুমি যা দেখতে পাও, দুনিয়াতে তুমি তা-ই দেখতে পাও।

ব্যাখ্যা : আত্মা হলো বিশ্বের আয়না।

 

১০. পরিচ্ছন্নতা

রক্ত দিয়ে রক্ত পরিস্কার করা যায় না।

ব্যাখ্যা : দুটো মন্দ জিনিস কখনো ভালো কিছু তৈরি করতে পারে না।

 

১১. অকাজ

শত মাথা ভেজানো হয়েছে, কিন্তু একটাও ন্যাড়া করা হয় নি।

ব্যাখ্যা : আড়ম্বর থাকলে মূল কাজে ব্যাঘাত ঘটে।

 

১২. মাগনা

বিনা পয়সার টক মধুর চেয়েও মিষ্টি।

ব্যাখ্যা : মানুষ বিনা পয়সায় কিছু পেতে পছন্দ করে।

 

১৩. সস্তা ও দামি

সস্তা জিনিসের খুঁতের অভাব থাকে না, দামি জিনিসের গুণের অভাব পড়ে না।

ব্যাখ্যা : যেমন দাম দেবে, তেমন গুণ পাবে।

 

১৪. সুগন্ধ

ভালো সুগন্ধীর ঘ্রাণ তার বিজ্ঞাপনের চেয়ে বেশি কিছু বলে।

ব্যাখ্যা : বৃক্ষের পরিচয় পাওয়া যায় ফলে।

 

১৫. শক্তি

মরচে পড়া লোহা দিয়ে ধারালো তলোয়ার হয় না।

ব্যাখ্যা : বাজে জিনিস দিয়ে ভালো কিছু হয় না।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here