তরুণ কবি সিদ্ধার্থ অভিজিৎ। তার কবিতার আত্মমগ্ন উচ্চারণে ধরা পড়ে ক্রান্তিকালের সরল প্রতিচ্ছবি। সময়চিহ্নিত একগুচ্ছ কবিতা প্রকাশিত হলো সহজিয়ার পাঠকদের জন্য।
ছিন্ন পাতার স্বরলিপি
১
ঘুম পেলেই বাড়ি সবাই যায় না!
প্যাটার্ন লকে বাঁধানো সংসার,
প্যাটার্ন ভাঙার পাসওয়ার্ড গেছি ভুলে!
শাঁখের করাতে কাটতে পারছি না।
২
টেবিল ক্যালেন্ডারের পুরনো পাতার মতো
অনেকদিন তোমাকে উল্টে দেখা হয়নি!
তুমি প্রচণ্ডভাবে ডুবে আছো—
ডুবসাঁতার দিচ্ছো হয়তো!
‘মরচে পড়া ঘড়িতে আটকে থাকে না সময়’—
এ গভীর ঘড়িতত্ত্ব আমাকে এতিম করেনি।
কালো আস্তিনে মোড়ানো পবিত্র পুস্তক
কোনোদিন আমাকে স্বীকৃতি দেবে না জেনে
জীবনকে কোয়ারেন্টাইনের হাতে সঁপে দিতে গিয়ে
আচমকা ভুল ভেঙে দাঁড়িয়েছি ফিরে।
এ অন্ধ পৃথিবী রঙিন চশমার পর্দা
নারীর সতীচ্ছেদের মতো ছিঁড়ে
দেখতে পায়নি কিছু — না দেখলো!
তুমি আমার অনটাইম কাপে কফির উষ্ণ চুমুক!
৩
বইটা বুড়ো হয়ে গেছে।
ঠাকুরদার বৃদ্ধ চুলের মতো
বই থেকে একে একে খসে পড়ছে পাতা।
বাঁধুনি ছিঁড়ে গেছে;
নির্মোহতায় পাতাদের ছিন্ন স্বরলিপি!
ধরে নাও পাতাগুলো
তুমি, আমি ও আমরা।
‘সহজিয়া’কে আন্তরিক ধন্যবাদ।
কবিতাগুলো পড়ে অনুভব করতে চেষ্টা করলাম আপনার হৃদয়-পাঠ।
ধন্যবাদ।