সিদ্ধার্থ অভিজিতের কবিতা

ওলেনা বাচা

তরুণ কবি সিদ্ধার্থ অভিজিৎ। তার কবিতার আত্মমগ্ন উচ্চারণে ধরা পড়ে ক্রান্তিকালের সরল প্রতিচ্ছবি। সময়চিহ্নিত একগুচ্ছ কবিতা প্রকাশিত হলো সহজিয়ার পাঠকদের জন্য। 

ছিন্ন পাতার স্বরলিপি

ঘুম পেলেই বাড়ি সবাই যায় না!

 

প্যাটার্ন লকে বাঁধানো সংসার,

প্যাটার্ন ভাঙার পাসওয়ার্ড গেছি ভুলে!

শাঁখের করাতে কাটতে পারছি না।

 

টেবিল ক্যালেন্ডারের পুরনো পাতার মতো

অনেকদিন তোমাকে উল্টে দেখা হয়নি!

তুমি প্রচণ্ডভাবে ডুবে আছো—

ডুবসাঁতার দিচ্ছো হয়তো!

‘মরচে পড়া ঘড়িতে আটকে থাকে না সময়’—

এ গভীর ঘড়িতত্ত্ব আমাকে এতিম  করেনি।

 

কালো আস্তিনে মোড়ানো পবিত্র পুস্তক

কোনোদিন আমাকে স্বীকৃতি দেবে না জেনে

জীবনকে কোয়ারেন্টাইনের হাতে সঁপে দিতে গিয়ে

আচমকা ভুল ভেঙে দাঁড়িয়েছি ফিরে।

এ অন্ধ পৃথিবী রঙিন চশমার পর্দা

নারীর সতীচ্ছেদের মতো ছিঁড়ে

দেখতে পায়নি কিছু — না দেখলো!

 

তুমি আমার অনটাইম কাপে কফির উষ্ণ চুমুক!

 

বইটা বুড়ো হয়ে গেছে।

ঠাকুরদার বৃদ্ধ চুলের মতো

বই থেকে একে একে খসে পড়ছে পাতা।

বাঁধুনি ছিঁড়ে গেছে;

নির্মোহতায় পাতাদের ছিন্ন স্বরলিপি!

 

ধরে নাও পাতাগুলো

তুমি, আমি ও আমরা।

3 মন্তব্যসমূহ

  1. ‘সহজিয়া’কে আন্তরিক ধন্যবাদ।

  2. কবিতাগুলো পড়ে অনুভব করতে চেষ্টা করলাম আপনার হৃদয়-পাঠ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here