ভারতীয় বিভিন্ন ভাষার কবিতা : ৫

পড়শি দেশের সাহিত্য সম্পর্কে জানাশোনা ও বোঝাপড়া অত্যন্ত জরুরি। কিন্তু বাংলাদেশে উর্দু, হিন্দি, গুজরাটি, মারাঠি, কাশ্মীরি, তেলেগু, পশতু ইত্যাদি ভাষার সাহিত্যের চেয়ে বেশি গুরুত্বের সঙ্গে গৃহীত ও আলোচিত হয় ইংরেজি ভাষার সাহিত্য। ঔপনিবেশিক মানসিক দাসত্ব এর প্রধান কারণ। আমরা একটু উল্টো পথে হাঁটতে চাই; দেখতে চাই আমাদের প্রতিবেশী ভাষাসমূহের সাহিত্য। আর তাই শুরু করছি নতুন আয়োজন ভারতীয় বিভিন্ন ভাষার কবিতা। হিন্দি থেকে গুজরাটি দলিত কবিতাগুলো অনুবাদ করেছেন অজিত দাশ

 

গু জ রা টি  দ লি ত  ক বি তা

নীরব প্যাটেল গুজরাটের প্রসিদ্ধ দলিত কবি। তিনি গুজরাটি এবং ইংরেজি ভাষায় কবিতা লিখে থাকেন। এই কবিতাগুলো গুজরাটি ভাষায় প্রকাশিত তাঁর কাব্যগ্রন্থ বহিষ্কৃত ফুল থেকে নির্বাচন ও অনুবাদ করেছেন হিন্দি ভাষার কবি-অনুবাদক মালিনী গৌতম।

 

মৃত নাম

কোনো শয়তান শিল্পী জন্ম নিতেই

মাথার উপর চাপিয়ে দিয়েছে আমার নাম

গাছের গুঁড়িতে খোদাই করার মতো

শরীরের প্রতিটি রক্তকণায় ছুরির ফলার স্পর্শে

কেন তুমি আমার নাম খুঁড়তে থাকো?

 

আমিতো ভুলেই যেতে চাই আমার নাম

সেজন্য একবার মধ্যরাতে পালিয়েছি

জন্মভূমি আর ঘর ছেড়ে এক শহরে

 

সেখানে নিজের নামের স্তুতিগান গাওয়া

এক ঝাড়ুর ডান্ডায় বেঁধে উড়িয়েছি ইনকিলাবের পতাকা

নিজের নামের খোলস উড়িয়ে কোনো অনাবিষ্কৃত

তত্ত্বের মতো হয়ে গেছি নির্মল আর নবীন

মাইক্রোস্কোপের কাচও যখন আমাকে চিনতে পারে না

ঈগলের ঠোঁটের মতো সুঁচালো তোমাদের দৃষ্টি

কেন বার বার আমার নামের লাশ খুবলে খুবলে খাচ্ছে?

 

আমার চিন্তার সঙ্গে না জানি কখন মরে যাবে আমার নাম?

 

বরং অশিক্ষিত হওয়াই ভাল  

বিজ্ঞান পড়তে পড়তে, নিউটনের আপেল পড়তে দেখে

আমার প্রথমেই মনে হয়েছে — সেটাকে খেয়ে ফেলি!

 

জীবনের সমূহ পাঠ নিতে গিয়ে

হরিজন আশ্রম রোডে আলিশান কাচের মহল দেখে

আমার প্রথমে মনে হয়েছে সেটাকে পাথর মেরে ভেঙে ফেলি!

 

কাজের ফাঁকে তৃষ্ণা মেটাতে মেটাতে

জলঘরে রাখা জলের মটকা দেখে প্রথমেই আমার

মনে হয়েছে  কুকুরের মতো এক পা তুলে সেখানে প্রস্রাব করি!

 

শিয়ালের মতো ঘুরে ঘুরে শহরে পৌঁছে

আচমকা কাপড় ছোপানো রঙের গামলায় পড়ে

রঙিন হওয়ার মিথ্যে স্বপ্নে বুঁদ! অথচ বনে গিয়ে ধরা

খেয়ে মনে হলো — রঙের দাগে মিথ্যে অক্ষরের চাষ করে

এমন গল্প লেখার চেয়ে বরং অশিক্ষিত থাকাই ভাল

 

আমি মানুষ হতে চাই না!

আমি মানুষ হতে চাই না

হয়তো পশু হয়ে বেঁচে থাকবো

ইন্দ্রিয় দিয়ে কাজ চালিয়ে নেব

হয়তো অ্যামিবা হয়ে বেঁচে থাকবো

 

চাই না কোনো পাখা

না চাই ছুঁতে কোনো আকাশ

 

পেটে ভর দিয়ে না হয়ে চলবো

সাপ অথবা টিকটিকি হয়ে

 

হয়তো আকাশে উড়বো

ঘাস অথবা ধূলিকণা হয়ে

 

তবুও মানুষ হতে চাই না!

আমি অচ্ছুত মানুষ হতে চাই না

আমি হিন্দু মানুষ হতে চাই না

আমি মুসলিম মানুষ হতে চাই না

 

পড়ুন ।। ভারতীয় বিভিন্ন ভাষার কবিতা : ৪

ভারতীয় বিভিন্ন ভাষার কবিতা : ৪

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here