বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল আসাম। বাংলা অঞ্চলের সঙ্গে ভাষিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক এক ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান আসামের। অসমিয়া ও বাংলা ভাষার নৈকট্য সর্বজনবিদিত। বাংলা ও অসমিয়ার সম্পর্ক বোঝার ক্ষেত্রে অসমিয়া প্রবাদগুলো সহায়ক হতে পারে। আমরা কিছু প্রবাদ উপস্থাপন করছি।
১. অজ্ঞান
অজাত গাছের বিজাত ফল।
২. অতিথি
অতিথিও রইল, চালও সিদ্ধ হলো।
৩. অতিরিক্ত
অতি হাসি, অতি কান্না,
বলে গেছে রামচন্না।
৪. দুই বিচার
সবার বেলায় পার করাতে নিচ্ছে আনা আনা,
শ্রীমতি রাধার বেলায় নিচ্ছে কানের সোনা।
৫. দুই বিচার
কাউকে দেখে ভাত রাঁধে,
কাউকে দেখে দুয়ার বাঁধে।
৬. ইচ্ছা
সীতা মা পাতালে যাবে,
কাকে নেবে কাকে রাখবে!
৭. অল্প
অল্প অর্জন বিস্তর ভোজন,
সেই পুরুষের দারিদ্র্য লক্ষণ।
৮. ক্ষতি
পাথরে চিমটি কাটলে নখের ক্ষয় হয়।
৯. সম্মুখ
আগের হাল যেদিকে যায়,
পেছনের হালও সেদিকে যায়।
১০. অকার্যকর
আছে কথা, না পড়ে মনে,
সীতা মা কাঁদে অশোক বনে।
১১. ভাগ্য
আজ ভিখারিণী, কাল পাটরানি।
১২. আপদ
আপদ থাকে দোরের গোড়ায়,
সম্পদ থাকে সীমানার ওই পারে।
১৩. নিজ
নিজের ছাগল — গলায় লেজে কাটুক, আর গলায়ই কাটুক।
১৪. দোষ
পরের ছিদ্র পদে পদে,
নিজের ছিদ্র দেখাই যায় না।
১৫. নির্ভরতা
এ ডালে ছয় মাস, ও ডালে ছয় মাস,
আমি বানর বাঁচব কয় মাস!
১৬. উপকারী
উপকারীকে অজগরে খায়।
১৭. স্বভাব
চোরে নেবে চোর প্রকৃতি,
কুকুরে নেবে ছাই,
যার যার যে প্রকৃতি,
মরলে সঙ্গে যায়।
১৮. ক্ষমতা যখন হ্রাস পায়
উপড়ে পড়া গাছ দেখলে সবাই গিয়ে কুড়াল মারে।
১৯. ঋণ ও ব্যাধি
ঋণও শেষ ব্যাধিও শেষ।
২০. চাতুর্য
এক চোখে তেল বেচে,
আরেক চোখে পানি বেচে।