৮ মার্চ ছিল বিশ্ব নারী দিবস। এই দিবস ঘিরে নানা ধরনের আয়োজন ও উদ্যোগ নজরে পড়ে। বিশ্ব জুড়ে মুখরিত হয়ে ওঠে নারী অধিকার বিষয়ক কণ্ঠস্বর। প্রকৃতপক্ষে নারী অধিকার, নারীবাদ ও নারীমুক্তি বিষয়ক আয়োজন ও উদ্যোগ কেবল ৮ মার্চে আটকে থাকে না; বিভিন্ন রাষ্ট্রে বছরব্যাপী বিভিন্ন প্রতিবাদ ও সমাবেশ লক্ষ্য করা যায়। সমাবেশগুলোর প্ল্যাকার্ডে লেখা থাকে নানা রকম স্লোগান। প্রাসঙ্গিক কিছু ছবি তুলে ধরা হলো।
ধরেই নেয়া হয় যে, পর্নোগ্রাফি বিপুল উপভোগ্য ও আনন্দদায়ক ব্যাপার; এর ভোক্তা হিসেবে আছে প্রায় সকল ধরনের লৈঙ্গিক পরিচয়ের মানুষ। অনেকেই পর্ন দেখেন, কিন্তু...