৮ মার্চ ছিল বিশ্ব নারী দিবস। এই দিবস ঘিরে নানা ধরনের আয়োজন ও উদ্যোগ নজরে পড়ে। বিশ্ব জুড়ে মুখরিত হয়ে ওঠে নারী অধিকার বিষয়ক কণ্ঠস্বর। প্রকৃতপক্ষে নারী অধিকার, নারীবাদ ও নারীমুক্তি বিষয়ক আয়োজন ও উদ্যোগ কেবল ৮ মার্চে আটকে থাকে না; বিভিন্ন রাষ্ট্রে বছরব্যাপী বিভিন্ন প্রতিবাদ ও সমাবেশ লক্ষ্য করা যায়। সমাবেশগুলোর প্ল্যাকার্ডে লেখা থাকে নানা রকম স্লোগান। প্রাসঙ্গিক কিছু ছবি তুলে ধরা হলো।
বাল্যবিবাহ বিশ্বব্যাপী একটি গুরুতর সামাজিক সমস্যা। বাংলাদেশে ৫৯% কন্যাশিশুর বিয়ে হয় ১৮ তম জন্মদিনের পূর্বে এবং ২২% কন্যাশিশুর বিয়ে হয় ১৫ তম জন্মদিনের পূর্বে।...