সহজিয়া ওয়েবম্যাগাজিনের উদ্যোগ ও আয়োজনে আজ ঘোষিত হলো হিমেল বরকত কবিতা পুরস্কার ২০২০। প্রয়াত কবি হিমেল বরকত স্মরণে এ বছরই প্রথম এ পুরস্কার প্রদান করা হচ্ছে। এ লক্ষ্যে গত ২০২০ সালে প্রকাশিত একটি কবিতার বইকে পুরস্কৃত করা হয়েছে। শেমিজের ফুলগুলি বইয়ের জন্য হিমেল বরকত কবিতা পুরস্কার ২০২০ পেয়েছেন এ সময়কার তরুণ কবি মোস্তফা হামেদী।
পুরস্কার প্রদানের জন্য গঠিত নির্বাচক-মণ্ডলির সদস্য হিসেবে কাজ করেছেন কবি ও কথাসাহিত্যিক রায়হান রাইন, কবি জফির সেতু এবং প্রাবন্ধিক ও অধ্যাপক মোহাম্মদ আজম। তাঁদের মতে, প্রকৃতির প্রতি মুগ্ধ ও নীরব মগ্নতা, মৌলিক উপস্থাপন ভঙ্গিমা, শৈলীগত নিরীক্ষা ও নিজস্বতাসমেত স্বতন্ত্র একটি কাব্যভাষা নিয়ে হাজির হয়েছে শেমিজের ফুলগুলি। এ কারণে নির্বাচক-মণ্ডলি মোস্তফা হামেদীকে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পুরস্কারের অর্থমূল্য পঁচিশ হাজার টাকা। এছাড়া পুরস্কৃত কবিকে পুরস্কারের স্মারকচিহ্ন বা মেমেন্টো এবং শংসাপত্র প্রদান করা হবে। আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে কবি হিমেল বরকতের জন্মদিনে — ২৭ জুলাই ২০২১ তারিখে।
অভিনন্দন
অভিনন্দন কবিকে। বিচারকদের তিনজনের ওপর আমার গভীর আস্থা আছে। কাব্যগ্রন্থটি পড়ার আগ্রহ আছে। হিমেল বরকতের নামে পুরস্কার ঘোষণা ও প্রদানের জন্য ধন্যবাদ।
বড় ও শুভ উদ্যোগ।স্যারের প্রতি অশেষ শ্রদ্ধা