সদ্যবিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন কারণে কৌতুক ও কার্টুনের বিষয়ে পরিণত হয়েছেন। জনপ্রিয় সংস্কৃতির আলোচিত ব্যক্তিত্ব তিনি। তাঁকে নিয়ে কয়েকটি কৌতুক।
১.
— সবাইকে নিয়ে গড়ে তোলা ট্রাম্পের প্রিয় নেশন কোনটি?
— Discrimination.
২.
— ট্রাম্পের যদি সেন্স অফ হিউমার থাকতো, তাহলে কী করতো?
— প্রতিদিন আয়নায় নিজেকে দেখে প্রাণ খুলে হাসত।
৩.
— ট্রাম্প কেন সব সময় নিজের আন্ডারওয়্যারের ভেতর একটা আলু রেখে দেয়?
— কারণ সে আমেরিকার প্রথম dictator হতে চায়।
৪.
আব্রাহাম লিংকন কখনো মিথ্যে বলতে পারতেন না।
রিচার্ড নিক্সন কখনো সত্য বলতে পারতেন না।
— ট্রাম্প সত্য-মিথ্যের পার্থক্য বলতে পারে না।
৫.
ট্রাম্প বললেন, ‘ওবামা, হোয়াইট হাউজ কিন্তু ব্ল্যাক হাউজ নয়… ওকে?’
ওবামা বললেন, ‘ইয়েস, ওকে, তবে এটা অরেঞ্জ হাউজও নয়!’
৬.
বিরক্ত হয়ে কমলালেবুটি ডোনাল্ড ট্রাম্পকে বলল, ‘ব্যাটা কপিক্যাট!’
৭.
একজন বলল, ‘Go to hell.’
আমি ডোনাল্ড ট্রাম্পের দিকে হাঁটা দিলাম।
৮.
— ট্রামের প্রিয় বাদ্যযন্ত্রের নাম কী?
— ট্রাম্পেট!
৯.
— বার্থ ডে বয় কে ডোনাল্ড ট্রাম্প কী বলে?
— দেখি তোমার বার্থ সার্টিফিকেট আছে কিনা?
১০.
— তুমি কী করে বুঝবে যে, তুমি ডোনাল্ড ট্রাম্পের লেখা বই পড়ছ?
— ট্রাম্পের বই শুরু হয় চ্যাপ্টার ১১ থেকে।
১১.
কী করে বুঝতে পারো ডোনাল্ড ট্রাম মিথ্যে বলছে না?
— যখন তার মুখ বন্ধ দেখতে পাই।
১২.
ডোনাল্ড ট্রাম্প আমেরিকা নিয়ন্ত্রণ করতে চায়, অথচ নিজের চুল কন্ট্রোল করতে পারে না।