কাহলিল জিবরান লেবানিজ কবি, লেখক ও শিল্পী। ইংরেজিভাষী বিশ্বে তিনি মূলত তাঁর দ্য প্রফেট বইয়ের জন্য বিশেষভাবে পরিচিত। বইটি ১৯৩০ এর দশকে বেশ জনপ্রিয়তা পায়। এখনও সমান জনপ্রিয় বই দ্যা প্রফেট।
অর্ধপ্রেমীদের ভালোবেসো না
অর্ধপ্রেমীদের ভালোবেসো না
অর্ধেক আনন্দের জন্য বন্ধুত্ব করো না
অর্ধেক প্রতিভা নিয়ে কাজে যুক্ত হয়ো না
অর্ধেক জীবিত থেকো না
অর্ধেক মৃত হইও না
নীরব হলে, অপরূপ নীরবতা বেছে নাও
কথা বললে গন্তব্যে না পৌঁছা পর্যন্ত বলে যাও
নিজেকে বোবা হতে বলো না যখন কিছু বলতে চাও
নীরব থাকতে চাইলে কথা নয় নীরবতাকে নেতৃত্ব দাও
যদি কিছু গ্রহণ করো তা বজ্রপাতের মতো প্রকাশ করো
মুখোশে মোহিত করে রেখো না
যদি না বলতে চাও তলোয়ার হয়ে যাও
দ্বিধাগ্রস্ত সব সংশয়ের মাথা কেটে দাও
নিস্তেজ সম্মতি ছুড়ে ফেলে দাও।
অর্ধেক সমাধান গ্রহণ করো না
অর্ধেক সত্যে বিশ্বাসী হইও না
অর্ধেক স্বপ্ন দেখো না
অর্ধেক প্রত্যাশা নিয়ে দিবা স্বপ্ন দেখো না
অর্ধেক পানীয় মেটাতে পারবেনা তোমার পূর্ণাঙ্গ তৃষ্ণা
অর্ধেক আহারে পরিতৃপ্ত হয় না ক্ষুধা
অর্ধেক পথ তোমাকে কোন গন্তব্যেই পৌঁছে দেবে না
অর্ধেক চিন্তা কোন সীদ্ধান্তই তৈরি করতে পারে না
তোমার অর্ধেক তুমিকে তুৃমি ভালোবাসো না
এটা যেন তোমার সাথে বারবার তোমার সেই পরিচিতি ব্যবধান
তুমি যখন তুমি না হও তখনই হয়ে যাও অর্ধ-জীবন
যা একটি জীবন যেখানে তুমি আদতে বাঁচো না
একটি শব্দ যা তুমি বলো না
একটি হাসি যা মুলতবি করা
ভালোবাসা যাকে তোমার ভালোবাসা হয়নি
একটি বন্ধুত্ব যা তোমার অপরিচিত
হাত বাড়াও কিন্তু পৌঁছানো যায় না
কর্ম করেও কর্মহীন থাকা
শুধু অনুপস্থিত থাকার জন্য উপস্থিত হওয়া
কাছে থেকেও তোমার নিকটতমদের কাছে তোমার ভেতর বাহির অচেনা
অক্ষমতার একমাত্র মুহূর্ত এই অর্ধেক
তুমি সক্ষম, তুমি নও অর্ধসত্তা
তুমি সমগ্র যার মধ্যে জীবিত রয়েছে অর্ধেক নয় একটি সম্পূর্ণ জীবন
আপনার সন্তান
আপনার সন্তান কেবলই আপনার সন্তান নয়।
তারা আকাঙ্ক্ষিত জীবনের উদ্ভাসিত পুত্র এবং কন্যা। তারা এসেছে আপনার মাধ্যমে কিন্তু আপনার কাছ থেকে নয়।
যদিও তারা আপনার সাথেই থাকে কিন্তু তারা সম্পূর্ণত আপনার নয়।
আপনি তাদেরকে ভালোবাসা দিতে পারেন কিন্তু আপনার ভাবনা নয়।
তাদের রয়েছে ভাবনার নিজস্ব পৃথিবী।
আপনি তাদের শরীরকে আশ্রয় দিতে পারেন আত্মাকে নয়,
তাদের আত্মা বাস করবে এমন গৃহে যা আগামীর,
যেখানে আপনি ভ্রমণ করেননি, দৃশ্যে অথবা স্বপ্নে।
আপনাদের পছন্দের মিল-অমিল থাকতে পারে,
তাবুও আপনার পছন্দ তাদের ওপর চাপিয়ে দিতে পারেন না,
যেহেতু গতকালকে আঁকড়ে ধরে জীবন পিছন ফিরে না।
আপনি ধনুক আর আপনার সন্তান উজ্জীবিত তির যাকে প্রেরণ করা হয়েছে সম্মুখপানে।
আর তিরন্দাজের চিহ্নিত বিন্দু অসীম।
তিরন্দাজ আপনাকে তাঁর শক্তির সাথে বাঁকিয়ে রাখেন যেন তিরগুলোর ভ্রমণ দৃঢ় আর সুদূরপ্রসারী হয়।
তিরন্দাজের হাতে আপনার বাঁক কল্যাণের জন্য হোক;
যেহেতু তিনি ছুটে যাওয়া তিরকে ভালোবাসেন,
সুতরাং তিনি স্থির ধনুককেও ভালোবাসেন।