৪. মিঞা অসমিয়া এনআরসি

গবেষণা ।। আলতাফ পারভেজ ।। প্রথমা

 

বাংলাদেশে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিকে চমৎকারভাবে তুলে ধরেন আলতাফ পারভেজ। সম্ভবত হাতের রেখার মতো তাঁর কাছে স্পষ্ট দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্র। তাই তাঁর আগ্রহের কেন্দ্র জুড়ে আছে দক্ষিণ এশিয়া। কাশ্মীর, মায়ানমার, আসাম – সম্প্রতি মেলে ধরেছেন তিনি অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি। মিঞা অসমিয়া এনআরসি বইটি হাতে নিয়ে মনে হওয়াই উচিত যে, আসামের সঙ্গে বাংলা অঞ্চলের ঐতিহাসিক অতীত থাকা সত্ত্বেও আসাম সম্পর্কে আমরা কমই জানি। আসামের সঙ্গে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সীমান্তযোগাযোগ প্রাসঙ্গিক দীর্ঘ পরিসরের আলোচনা খুব কম। আলতাফ পারভেজ বেছে নিয়ে বড় পরিসর যার সঙ্গে যুক্ত আছে আসাম, জাতিবাদী বিদ্বেষ এবং বাংলাদেশের সম্পর্ক।

 

বইটিকে বলা যায়, আসাম-বাংলাদেশে সম্পর্কের রাজনৈতিক ইতিহাস। বইটিতে আলতাফ পারভেজ খুঁজেছেন আসাম কেন বাংলাদেশ ও বাংলাদেশিকে ‘নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে বিবেচনা করে? কেন আসামে রাজনৈতিক আলোচনার শুরুই হয় ‘বাংলাদেশিদের আনুমানিক উপস্থিতি ধরে নিয়ে’? কিন্তু বইটির মূল লক্ষ্য সম্পর্কে বলেছেন, ‘‘আজকের আসাম যেভাবে বাংলাদেশ ও সেখানকার তথকথিত ‘বাংলাদেশি’দের দেখছে, সে বিষয়ে প্রশ্ন বা বিতর্ক তোলাই এ বইয়ের লক্ষ্য।’’ এ লক্ষ্য পূরণে ৬টি স্বতন্ত্র প্রবন্ধ সংগ্রথিত করেছেন। প্রবন্ধগুলোতে আসাম-বাংলাদেশ-ভারত সম্পর্কের অতীত-বর্তমান-ভবিষ্যত যথাযথ তথ্য-উপাত্তের আলোকে বিশ্লেষিত হয়েছে। আসামে বিদ্যমান জাতিঘৃণা, মুসলিমবিদ্বেষের মর্মতল উদ্ধার করতে চেয়েছেন আলতাফ পারভেজ। বইয়ের শিরোনামগুলো টেনে নিয়ে বিষয়ের অভ্যন্তরে; যেমন : ‘আসামের আন্তজাতি সংঘাত যেভাবে বাংলাদেশ ও মুসলমানবিদ্বেষে পৌঁছাল’, ‘আসামের মুসলমানরা কি সবাই বাংলাদেশি : সত্য-মিথ্যার খোঁজে’। দরকারি তথ্য-সারণি ও ছবির সমন্বয়ে এ ধরনের প্রশ্নের বিশ্লেষণাত্মক জবাব খুঁজেছেন লেখক।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here