প্রতি বছর অসংখ্য বই বের হয়। বাংলাদেশে বই প্রকাশ ও বিপণন ব্যবস্থা গড়ে উঠেছে প্রধানত একুশে বই মেলাকে কেন্দ্র করে। যদিও সাম্প্রতিক কালে বেশ পরিবর্তন ঘটেছে – প্রি-অর্ডার নিয়ে বই প্রকাশ করা হয়। বিশেষ করে করোনাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইয়ের প্রচার বেড়েছে। তবু একটি প্রশ্ন থেকেই যায় : চিন্তা-উদ্দীপক গুরুত্বপূর্ণ বই কি পাঠক খুঁজে পাচ্ছেন? নিজের মন, মস্তিষ্ক ও হৃদয় গঠনে সহায়ক বইয়ের হদিস কি পাঠক পাচ্ছেন? নাকি ঢের বিক্রি হওয়া বইয়ের পাহাড়ে হুমড়ি খেয়ে পড়ছেন? পরে হতাশ হয়ে বলছেন, ধুর বিশ্রী। কিন্তু ততক্ষণে বইটি উঠে গিয়েছে ‘বেস্ট সেলারে’র তালিকায়।
আমরা বেস্ট সেলার বই খুঁজি নি, খুঁজেছি ভালো বই – যে-বই কেবলই ‘কাজে’র নয়, `অকাজে’রও, যে-বই ভাবাতে পারে, যে বই খুলে দিতে পারে চিন্তার দুয়ার, যে-বই মগ্নচৈতন্যে কড়া নেড়ে বলতে পারে, ভাবুন। এরকম ১০টি বই আমরা নির্বাচন করেছি। অন্য সব নির্বাচিত বইয়ের তালিকার মতোই এটিও অসম্পূর্ণ বা খণ্ডিত। এই নির্বাচন প্রক্রিয়ায় যাঁরা অংশ নিয়েছেন তাঁরা সবাই সব বইয়ের ব্যাপারে একই ধরনের মত পোষণ করেন নি; কিন্তু অন্যের মতকে শতভাগ বাতিলও করে দেন নি।
প্রকৃতপক্ষে এই নির্বাচন অনেকের ব্যক্তিগত অভিমত ও চিন্তার বিনিময়ের সামষ্টিক যোগফলমাত্র। বই নির্বাচনে অংশ নিয়েছেন কবি, গল্পকার, ঔপন্যাসিক, অনুবাদক, রাজনীতি বিশ্লেষক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মৌলিক, অনুবাদ, স্মৃতি, সৃষ্টিশীল, বিশ্লেষণাত্মক — বিভিন্ন ধারার বইকে স্থান দিয়েছি সহজিয়ার তালিকায়। এর বাইরে আরও অনেক ভালো বই থেকে যাবে, এই সম্ভাবনা ধরে নিয়েই বছর শেষে বাংলাদেশের ১০টি গুরুত্বপূর্ণ বইয়ের পরিচিতি উপস্থাপন করছি।