সহজিয়া পত্রিকার উদ্যোগে একটি সাহিত্য পুরস্কার প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অকাল প্রয়াত কবি ও গদ্যকার হিমেল বরকত স্মরণে প্রতি বছর ১ লা ফাল্গুনে একজন বাংলাদেশি তরুণ কবিকে এ পুরস্কার প্রদান করা হবে। এ লক্ষ্যে আগামী ১ লা ফাল্গুন ১৪২৭ তারিখে ঘোষিত হবে হিমেল বরকত কবিতা পুরস্কার ২০২০। পুরস্কারের অর্থমূল্য ২৫০০০ টাকা।
নিয়মাবলি
১. কবিতার বইটিকে হতে হবে সংশ্লিষ্ট বর্ষে প্রকাশিত প্রথম সংস্করণ।
২. কবির বয়স-সীমা : ২০ থেকে ৪০ বছর।
৩. কবির সম্মতি বা অনুমতি সাপেক্ষে প্রকাশক অথবা পাঠক অথবা কবি নিজে অথবা কবির পক্ষে যে-কেউ বইয়ের কপি জমা দিতে পারবেন।
৪. মোট ৫ কপি বই, কবিকর্তৃক স্বাক্ষরিত সম্মতিপত্র, কবির জীবনবৃত্তান্ত এবং জাতীয় পরিচয়পত্রের অনুলিপি প্রেরণ করতে হবে।
প্রেরণের ঠিকানা
সুমন সাজ্জাদ
বাংলা বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সাভার, ঢাকা