ওড়িশার পটচিত্র

নাম তার উড়িষ্যা; ২০১১ সাল থেকে ওড়িশা। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে বাংলা, বিহার ও উড়িষ্যা একই সঙ্গে উচ্চারিত হতো। পরবর্তী ইতিহাসে প্রবাহিত হয়েছে ভিন্ন ধারায়। ওড়িশার বর্তমান অবস্থান ভারতের স্বতন্ত্র রাজ্য হিসেবে। ধর্ম ও পুরাণ বিষয়ক সংস্কৃতি ও শিল্পকলার পীঠস্থান স্বরূপ ওড়িশার খ্যাতি বিশ্বজোড়া। বিশ্ববিখ্যাত পুরির জগন্নাথ মন্দির, তাঁতশিল্প, পটচিত্র, হস্তশিল্প। ওড়িশার পটচিত্র ধারণ করে আছে রামায়ণ, মহাভারত, রাধা-কৃষ্ণ ও জগন্নাথ দেবের গল্প। বাংলা অঞ্চলের মতো ওড়িশাতেও ঘটা করে পালিত হয় দুর্গাপূজা। তবে ওড়িশার খ্যাতি গড়ে উঠেছে মূলত জগন্নাথ মন্দিরকে ঘিরেই।

 

জগন্নাথ

পটচিত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন জগন্নাথ। জগন্নাথ হলো জগতের নাথ, জগতের প্রতিপালক। বৃক্ষদেবতা হিসেবে জগন্নাথের পরিচিতি। ধারণা করা হয়, অদিবাসী শবররা গহিন অরণ্যে নীলমাধব নামে তাঁর পূজা করত। তাঁকে আাঁকা হয় মূলত কালো রঙের পটভূমিতে। তাঁর সঙ্গে থাকেন বলভদ্র ও সুভদ্রা। এক্ষেত্রে রঙ প্রস্তুত করার হয় কয়লা, চালের গুঁড়া ও তেঁতুল বীজের গুঁড়া দিয়ে।

শ্রীজগন্নাথ, উনিশ শতকের পটচিত্র
শ্রীজগন্নাথ

 

কাপড়ে আাঁকা শ্রীজগন্নাথ
শ্রী জগন্নাথের গজ-উদ্ধার বেশ।

 

শ্রীজগন্নাথের কালীয়দলন বেশ।

দুর্গা-লক্ষ্মী-সরস্বতী-গণেশ

জগন্নাথের পাশাপাশি পটচিত্রে ঠাঁই পেয়েছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী ও গণেশ। ওড়িশায় পালিত হয় কালীপূজা, লক্ষ্মীপূজা। এই প্রভাবটি পড়েছে বাংলা অঞ্চলের মাধ্যমে। পুরি, কটক ও বালাসুরে দুর্গা ও কালীর প্রতিমা তৈরি করা হয়। একই সঙ্গে তাঁরা আছেন কাপড়ের পটে।

মহিষমর্দিনী দুর্গা

 

লক্ষ্মী
বিদ্যাদেবী সরস্বতী

 

নৃত্যরত গণেশ

রাধা-কৃষ্ণ

রাধা ও কৃষ্ণকথার শেষ নেই ভারতবর্ষে। ওড়িশার ঐতিহ্যেও স্থান পেয়েছে কৃষ্ণকথা। এখানে আমরা পাচ্ছি, বংশীধারী কৃষ্ণ, গোপিনী আবৃত কৃষ্ণ, কালীয়দমনরত কৃষ্ণ। আর আছে রাধাকৃষ্ণের বিখ্যাত মিলনমূর্তি।

বাসুদেব বহন করে নিয়ে যাচ্ছেন নবজাতক কৃষ্ণকে

 

গোপীদের ভাঁড় থেকে মাখন চুরি করছেন কৃষ্ণ

 

রাধা ও কৃষ্ণের আলিঙ্গনরত মুহূর্ত

 

কালীয় সাপের মাথায় নৃত্যরত কৃষ্ণ

 

শ্রীকৃষ্ণকর্তৃক গোপীদের বস্ত্রহরণ

 

রামায়ণ ও মহাভারতের গল্প

রামায়ণ ও মহাভারতের গল্প নিয়ে ওড়িশায় তৈরি হয়েছে নানা রকম পটচিত্র। রাম-লক্ষ্মণ-সীতা পেরিয়ে যাচ্ছেন গঙ্গা, রামচন্দ্রের পায়ের স্পর্শ পেয়ে পাথর-রূপ থেকে মুক্তি পেয়েছে অহল্যা, মহাভারতের যুদ্ধ দেখতে হনুমানকে আহ্বান জানাচ্ছেন ভীম, নাচছেন শিব — রামায়ণ ও মহাভারতের প্রসঙ্গগুলো উঠে এসেছে পটচিত্রে।

গঙ্গা অতিক্রমণের সময় রাম, লক্ষ্মণ ও সীতা; শ্রীরামকৃষ্ণের পা ধুয়ে দিচ্ছেন শবর।

 

রামচন্দ্রের স্পর্শে অহল্যা উদ্ধার

 

তারকাসুর বধ

 

পুত্র লব ও কুশ ধরে নিয়ে যাচ্ছেন রামচন্দ্রের ঘোড়া

 

মহাভারতের যুদ্ধ দেখতে হনুমানকে আহ্বান জানাচ্ছেন ভীম।

 

নৃত্যরত শিব

 

বিষ্ণুর দশ রূপ

 

হাতি। লৌকিক পটচিত্র।

 

অর্জুনের সামনে নবগুঞ্জর সজ্জায় শ্রীকৃষ্ণ।

 

গৌরাঙ্গ

ওড়িশার এসব পটচিত্র ও লৌকিক শিল্পকলা ভারতীয় উপমহাদেশের পুরাণনির্ভর শিল্পকলার অন্তঃসম্পর্ককে বিশেষভাবে স্মরণ করিয়ে দেয়। বাংলার পটচিত্রের রূপ, রেখা, রঙ ও অবয়বের সঙ্গে সাদৃশ্যও দৃষ্টিগোচর হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here