৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর ২০২০

সূত্র : ফাইন আর্ট আমেরিকা ডট কম

৩১ অক্টোবর

  • পদ্মা সেতুর ৩৫ তম স্প্যান স্থাপন; দৃশ্যমান হলো ৫২৫০ মিটার।

 

১ নভেম্বর 

  • বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ উদযাপন। এবারের দিবসের প্রতিপাদ্য “মুজিব বর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান”। এ উপলক্ষ্যে ২১ জন স্বনির্ভর যুবক এবং ৫টি সফল যুব সংগঠনকে পুরস্কার প্রদান করা হয়।
  • খ্যাতনামা মাসিক সাহিত্য পত্রিকা কালি ও কলম“-এর সম্পাদক আবুল হাসনাত মৃত্যুবরণ করেন।
  • শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দির স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ শহীদুল ইসলাম। তিনি বিদ্যালয়ে প্রথম “সততা স্টোর” চালু করেন। বিক্রেতাবিহীন এ দোকান ছিলো দেশে প্রথম। পরবর্তী সময়ে জাতীয় পর্যায়ে এটি রোল মডেলে পরিণত হয়।

 

৩ নভেম্বর 

  • শোকাবহ জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এইদিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মম হত্যার শিকার হন বঙ্গবন্ধুর সহচর ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ,এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামান।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট নির্বাচনের সরাসরি ভোটগ্রহণ শুরু হয়।
  • যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক সংস্থা ফার্স্ট গ্লোবাল আয়োজিত আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতায় বিশ্বের ১৭৪ দেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের শিক্ষার্থীদের একটি দল। বিজয়ী দলের সদস্যরা সবাই নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

 

৫ নভেম্বর 

  • ভারতের সিরাম ইন্সটিটিউট প্রতিষ্ঠানটির সাথে বাংলাদেশ টিকা কেনার সমঝোতা স্মারক সই করেছে। বাংলাদেশী এজেন্ট হিসেবে কাজ করবে বেক্সিমকো ফার্মা।

 

৬ নভেম্বর 

  • যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন। এই জয়ে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ইতিহাস গড়লেন বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ পপুলার ভোট পাওয়ার ইতিহাসও সৃষ্টি করেন ৭৭ বছর বয়সী এই ডেমোক্র্যাট।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here