২৪ অক্টোবর থেকে ৩০ অক্টোবর

সূত্র : পিন্টারেস্ট

২৪ অক্টোবর

  •  মিঠাপানির ডলফিন দিবস পালিত হয়। দেশে বর্তমানে ডলফিন অভয়ারণ্য রয়েছে ৯টি।
  • জাতিসংঘ দিবস উদযাপন। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর এটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সদস্যসংখ্যা ছিলো ৫১।  বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ এবং পর্যবেক্ষক রাষ্ট্র ২টি।
  • বাংলাদেশের জ্যেষ্ঠ আইনজীবী এবং সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যরিস্টার রফিকুল হক মারা যান। তিনি দেশের ষষ্ঠ অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৯০ সালের ৭ এপ্রিল থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত।

 

২৫ অক্টোবর

  • পদ্মা সেতুর ৩৪ তম স্প্যান স্থাপিত হয়। দৃশ্যমান হলো ৫.১ কি.মি.।

 

২৬ অক্টোবর

  • অক্টোবর মাসের ২৬-২৭ যুক্তরাষ্ট্র ও ভারত “টু প্লাস টু” বৈঠকে অংশ নেয়। কোন বৈঠকে দুই দেশের বা দুই পক্ষের দুজন করে শীর্ষ নেতা উপস্থিত থাকলে সেই বৈঠককে “টু প্লাস টু বৈঠক” বলা হয়।
  • এতে মার্কিন প্রতিনিধি হিসেবে যোগ দেন বিদেশ সচিব মাইক পম্পেও এবং প্রতিরক্ষা সচিব মার্ক এস্পার। আর ভারতের পক্ষ থেকে যোগ দেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
  • মার্কিন প্রতিষ্ঠান জনসন এন্ড জনসনের প্রথম ব্যাচের কোভিড-১৯ টিকা আগামী জানুয়ারি মাসে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্যে পাওয়া যেতে পারে। সম্ভাব্য এই টিকাটির নাম “জ্যানসেন”। অন্য টিকার দুটি ডোজ প্রয়োজন হলেও এই টিকাটির মাত্র এক ডোজ প্রয়োজন হবে।
  • যুক্তরাষ্ট্রের সুপ্রীমকোর্টে নিয়োগপ্রাপ্ত সর্বশেষ বিচারপতি অ্যামি কোনি ব্যারেট শপথ নেন ২৬ অক্টোবর ২০২০।

 

২৭ অক্টোবর

  • দেশে ব্যাংক এবং এমএফএস (মোবাইল ব্যাংকিং) এর আন্তলেনদেন সেবা চালু হয়েছে গত ২৭ অক্টোবর।
  • দেশে ২১ টি কয়লাভিত্তিক কেন্দ্র বিদ্যুৎ উৎপাদনের অনুমতি পেয়েছে।
  • চলতি ২০২০-২১ অর্থবছরে জাতীয় রাজস্ববোর্ড (এনবিআর) কে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করে দেয়া হয়েছে।
  • Basic Exchange and Cooperation Agreement (BECA) যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার ভূস্থানিক সহযোগিতামূলক চুক্তি সম্পাদন করা হয় গত ২৭ অক্টোবর ২০২০।

 

২৮ অক্টোবর

  • ভূমি মন্ত্রণালয় অনলাইনে ভূমি উন্নয়ন কর দেয়ার সুবিধা পরীক্ষামূলক ভাবে চালু করে গত ২৮ অক্টোবর।
  • ব্যাপকভাবে আলোচিত ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।
  • সাকিব আল হাসানের উপর আরোপিত  আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর দেয়া নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয় ২৮ অক্টোবর ২০২০। আইসিসি দুর্নীতি দমন আইনের ২.৪.৪ ধারা ভাঙ্গার জন্যে ২০১৯ সালের ২৯ অক্টোবর তাকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়।
  • সিপাহী হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের ২৮ অক্টোবর শহীদ হন তিনি।

 

২৯ অক্টোবর

  • দশম ডি-৮ সম্মেলন আয়োজিত হবে বাংলাদেশে।
  • দেশের অষ্টম পঞ্চবার্ষিকীর পরিকল্পনায় বেকারত্বের হার ৩.১ শতাংশ নামিয়ে আনার কথা বলা হয়েছে।
  • United Nations Conference on Trade and Development (UNCTAD) এর প্রাক্কলন অনুযায়ী, দেশের চলতি অর্থ বছরের প্রথমার্ধে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই)  কমেছে ১৯ শতাংশ। বর্তমান বিনিয়োগ ১১৬ কোটি ৪৩ লাখ ডলার।

 

৩০ অক্টোবর

  • ধর্ম ‘‘অবমাননা’’র গুজবে লালমনিরহাটের পাটগ্রামে একজনকে পিটিয়ে হত্যা, মৃতদেহে আগুন। মর্মান্তিক এ ঘটনায় দেশজুড়ে তোলপাড়। জননিরাপত্তা নিয়ে শংকা।

 

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here