নারীদের স্তন ক্যান্সার বিষয়ে সচেতন করতে “জেগে উঠুন, জেনে নিন” স্লোগান নিয়ে প্রতি বছর অক্টোবর মাস বিশ্বব্যাপী স্তন ক্যান্সার সচেতনতার মাস হিসেবে পালিত হয়। ২০১৩ সাল থেকে বাংলাদেশে বেসরকারিভাবে প্রতিবছর ১০ অক্টোবর স্তন ক্যান্সার দিবস হিসেবে পালিত হয়। এবার এ দিবসের প্রতিপাদ্য স্থূলতা স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।
বাংলাদেশে প্রতিবছর প্রায় সাড়ে ১২ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন যার মধ্যে প্রায় সাড়ে সাত হাজার নারী মৃত্যুবরণ করেন। স্তন ক্যান্সারে নারীদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। সাধারণত ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে এই ক্যান্সার হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। তবে সংখ্যায় কম হলেও পুরুষরাও স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। এক গবেষণায় দেখা যায় যুক্তরাজ্যে প্রতিবছর ৪১০০০ মহিলার বিপরীতে ৩০০ জন পুরুষ স্তন ক্যান্সারে আক্রান্ত হন।
লক্ষণ
- স্তনের কোন অংশে লাম্প তৈরি হওয়া বা চাকা চাকা হয়ে যাওয়া।
- স্তন-স্তনবৃন্তের আকার বা আকৃতির পরিবর্তন
- স্তনবৃন্ত থেকে রক্ত বা তরল পদার্থ বের হওয়া।
- স্তনবৃন্তের আশেপাশে র্যাশ বা ফুসকুড়ি দেখা দেয়া।
- বগলে ফুলে যাওয়া বা চাকা দেখা দেয়া।
- যাদের পরিবারে কারো স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পূর্ব ইতিহাস রয়েছে। যেসব মহিলাদের ফার্স্ট ডিগ্রী আত্মীয়দের মধ্যে কারোর স্তন ক্যান্সার ধরা পরে তবে তাদের ৪০-৫০ বছরের মধ্যে স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের থেকে প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়ে থাকে।
- যাদের বয়স ৫০ এর উপরে (আক্রান্ত ৮০ ভাগ নারীর বয়সই ৫০-এর উপরে থাকে)
ঝুঁকির কারণ
স্থূলতা, দেরিতে সন্তান গ্রহণ বা সন্তান নেই এমন, সন্তানকে বুকের দুধ না খাওয়ানো, খাদ্যাভ্যাসে শাকসবজি বা ফলমূলের চাইতে চর্বি ও প্রাণিজ আমিষ বেশি গ্রহণ, প্রসেসড ফুড বেশি খাওয়া, মেনোপজের সময় হরমোনাল ইমব্যালেন্স, পারিবারিক ইতিহাস।
বাংলাদেশে স্তন ক্যান্সার ও চিকিৎসা
বাংলাদেশে নারীরা যেসব ক্যান্সারে আক্রান্ত হন তার মধ্যে স্তন ক্যান্সারের অবস্থান শীর্ষে। বাংলাদেশের নারীরা সামাজিক রক্ষণশীলতার কারণে “স্তন” শব্দটির প্রকাশ্য উচ্চারণ করতে চান না, ফলে শরীরে প্রাথমিক কোন লক্ষণ দেখা গেলেও তারা বিষয়টি গোপন রাখতে চান। এ কারণে বেশির ভাগ রোগী চিকিৎসকের শরণাপন্ন হন একেবারে শেষ পর্যায়ে।
ক্যান্সার চিকিৎসার জন্য বাংলাদেশে ক্যান্সার বিশেষায়িত হাসপাতাল আছে চারটি। বাংলাদেশ ক্যান্সার ইন্সটিটিউটসহ সরকারি বেসরকারি অনেক হাসপাতালে স্তন ক্যান্সারের চিকিৎসা চলছে। প্রাথমিক অবস্থায় শনাক্ত হলে স্তন ক্যান্সার ১০০ ভাগ নিরাময়যোগ্য।
Thank you so much. Day by day my love for shahojia is gradually blooming .
Specially Thanks to “writer”, সেজুতি অারেফিন.