ত্রয়ী

সূত্র : সাতচি আর্ট
হারাম

সেলফোন অপেক্ষারত

প্রতীক্ষায় মনিটর,

কখন সে আসে

মেলে তার অবসর।

মেলে না তো, দারুণ ব্যস্ত সে

কারো ফোন বাজে,

কখনো উৎসবের আমন্ত্রণ

যুক্ত সকল কাজে অকাজে।

অকাজে কি, নাকি ভিন্ন কাজে

অবহেলা যার নাম,

গোলার্ধ বদলে দেয় সময়

পুঁজিবাদে প্রণয় হারাম।

 

 

প্রেম

ছুড়ে ফেলি তার দেয়া ফুল

নিজের সকল ভুল

ছুড়ে ফেলি অনর্থক ঠোঁট

ভেঙে ফেলা জটিল আখরোট

যার নাম প্রেম

অযথা অথই জলে আকুল ভাসলেম…

 

 

বিপ্লব

কবিতার নামে মিছে কথা লিখি

অভিযোগ রেখে সাম্য গেছে বনে,

বাদামের খোসা ছাড়ানো বিপ্লব

আহা রাস্তায় নেমেছে মহারণে!

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here