এক সপ্তাহের গুরুত্বপূর্ণ তথ্য ও ঘটনার সার-সংক্ষেপ নিয়ে আয়োজন ৭ দিন
১০ অক্টোবর ২০২০
- বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস।
- বিশ্ব পরিযায়ী পাখি দিবস।
- বিখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের মৃত্যু বার্ষিকী পালিত হয়।
১১ অক্টোবর ২০২০
- পদ্মা সেতুর ৩২ নাম্বার স্প্যান বসানো হয়। এতে দৃশ্যমান হয়েছে ৪.৮ কিমি।
- একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক মির্জা মাজহারুল ইসলাম মারা যান।
১২ অক্টোবর ২০২০
- নিলামতত্ত্বের উন্নতি এবং নতুন নিলাম পদ্ধতি আবিষ্কারের জন্যে নোবেল পুরস্কার লাভ করেন পল আর মিলগ্রম এবং রবার্ট বি উইলসন (যুক্তরাষ্ট্র)।
- বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংস্থা (আই এম এফ) এর ২০২০ সালের বার্ষিক সম্মেলন শুরু হয় গত ১২ অক্টোবর যা চলবে ১৮ অক্টোবর ২০২০ পর্যন্ত ।
১৩ অক্টোবর ২০২০
- ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ জারি করা হয়।
- রশীদ হায়দার, একুশে পদকও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী লেখক, কথাসাহিত্যিক ও মুক্তিযুদ্ধ গবেষক, নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক মৃত্যুবরণ করেন।
১৪ অক্টোবর ২০২০
- নিউজিল্যান্ডকে প্রথম টেস্ট জেতানো অধিনায়ক জন রিড মারা যান।
১৫ অক্টোবর ২০২০
- বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়।
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংস্থার (আই এমএফ) মতে ২০২০ সালে বাংলাদেশের বার্ষিক জিডিপি হবে ১৮৮৮ ডলার, প্রবৃদ্ধি ৩.৮ শতাংশ ।
- জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী দেশের মধ্যে বিশ্বে বাংলাদেশের স্থান হবে তৃতীয় দক্ষিণ এশিয়ায় প্রথম।
- ২০২০ সালে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ঋণাত্মক ৪ শতাংশ।
১৬ অক্টোবর ২০২০
- বিশ্ব খাদ্য দিবস পালিত।