মৃত্যুদেবতা

ইয়াসমিনা রেজা ফরাসি নাট্যকার, অভিনেত্রী, ঔপন্যাসিক ও চিত্রনাট্যকার। তাঁর বিখ্যাত নাটক ``লা দিয়েউ দু কার্নেজে''র ইংরেজি অনুবাদ ``গড অফ কার্নেজে''র বাংলা অনুবাদ করেছেন জাহিন জামাল।

দ্বিতীয় কিস্তি

চরিত্র

ফারহান ফেরদৌস

আনিকা রাশিদ

প্রত্যয় সাহান

মিথিলা মৃন্ময়ী

প্রত্যেকেই চল্লিশোর্ধ

 

ফারহান আমার প্রথম সংসারের একটা ছেলে আছে।

 

প্রত্যয় আমি একটু অবাক হয়েই ভাবছিলাম…না বিষয়টা অতোটা ইম্পর্টেন্ট না…এমনি ভাবছিলাম যে, ওদের মধ্যে মারামারিটা লাগলো কী নিয়ে! শৌনক জানিয়ে দিয়েছে এ বিষয়ে সে কোনো কথা বলবে না।

 

আনিকা রামিন শৌনকের গ্যাং-এ যোগ দিতে চেয়েছিল। কিন্তু শৌনক ওকে নেয়নি।

 

মৃন্ময়ী শৌনকের গ্যাং আছে!?

 

ফারহান ও রামিনকে গুপ্তচরও বলেছে।

 

মৃন্ময়ী শৌনকের যে গ্যাং আছে সেটা জানতে তুমি?

 

প্রত্যয় নাহ্। কি ভয়াবহ কথা।

 

মৃন্ময়ী এখানে ভয়াবহর কি দেখলে!

প্রত্যয় কারণ আমার নিজেরও গ্যাং ছিল।

 

ফারহান আমারও ছিল।

 

মৃন্ময়ী আর এর কাজ কী ছিল?

 

প্রত্যয় ধরো ৫/৬টা ছেলে তোমাকে ফলো করে যারা তোমার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত। স্পার্টাকাসে যেমনটা দেখায় তেমন।

 

ফারহান হ্যাঁ, হ্যাঁ, স্পার্টাকাসের মতো।

 

মৃন্ময়ী স্পার্টাকাসকে কে চেনে আজকালকার দিনে!

 

ফারহান এরা অন্য কিছু ফলো করে। যেমন স্পাইডারম্যান।

 

মৃন্ময়ী যাই হোক, এটা পরিষ্কার যে, আমাদের থেকে তোমরা ভালো জানো। রামিন এতোটা নিশ্চুপ না যেমনটা আপনি বলছেন। আর আমরা কি জানি কেন শৌনক ওকে গুপ্তচর বলেছিল? না, না, স্যরি, এটা একটা ফালতু প্রশ্ন হলো। এটা অপ্রাসঙ্গিক।

 

আনিকা আমরা বাচ্চাদের ঝগড়ার মধ্যে ঢুকতে চাই না।

 

মৃন্ময়ী আর এটা আমাদের দেখার বিষয়ও না।

 

আনিকা না।

 

মৃন্ময়ী যে বাজে ঘটনাটা ঘটেছে সেটা আমাদের দেখার বিষয়। ভায়োলেন্স-দ্যাট’স আওয়ার বিজনেস।

 

প্রত্যয় আমার বয়স যখন বারো, তখন গ্যাং-এর লিডার হবার জন্য আমাকে চিকনা সুমনের সাথে লড়াই করতে হয়েছিল। সরাসরি। আমার চেয়ে সাইজে বড় ছিল ও। মুখোমুখি, সরাসরি লড়াই।

 

মৃন্ময়ী কী বলছো কী এসব প্রত্যয়? আমাদের সমস্যার সাথে তোমার এই মারামারির গল্পের সম্পর্কটা কী?

 

প্রত্যয় না, ঠিকই বলেছো, এর সাথে ওর কোনো সম্পর্কই নেই।

 

মৃন্ময়ী আমরা সরাসরি একক মারামারি নিয়ে কথা বলছি না। বাচ্চারা মারামারি করছিল না।

 

প্রত্যয় হ্যাঁ, আমি জানি। হঠাৎ করেই আমার ঘটনাটার কথা মনে পড়লো।

 

ফারহান দুটোর মধ্যে বড় কোনো পার্থক্য তো নেই।

 

মৃন্ময়ী এক্সকিউজ মি। অবশ্যই পার্থক্য আছে। অনেক বড় পার্থক্য আছে। কী বলছেন কী আপনি!

 

প্রত্যয় ঠিক, অনেক বড় পার্থক্য আছে।

 

ফারহান যেমন?

সূত্র : ইন্টারনেট

 প্রত্যয় যেমন আমরা দু’জন মিলেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আর চিকনা সুমন একে অপরের সাথে লড়বো।

 

ফারহান আপনি কি ওকে মেরে তক্তা বানিয়ে দিয়েছিলেন?

 

প্রত্যয় একটা পর্যায় পর্যন্ত।

 

মৃন্ময়ী আচ্ছা, আমরা কি এখন এই চিকনা সুমনের চ্যাপ্টারটা স্কিপ করতে পারি? আপনারা কি আমাকে রামিনের সাথে কথা বলতে দেবেন?

 

আনিকা অবশ্যই, কেন নয়!

 

মৃন্ময়ী আপনাদের অনুমতি ছাড়া আমি ওর সাথে কথা বলতে চাই না।

 

আনিকা কথা বলুন না ওর সাথে। এরচে’ স্বাভাবিক আর কি হতে পারে?

 

ফারহান গুড লাক!

 

আনিকা স্টপ ইট, ফারহান। আমি তোমাকে একদম বুঝতে পারছি না।

 

ফারহান মিসেস প্রত্যয়…

 

মৃন্ময়ী মৃন্ময়ী। আমি এটাই প্রেফার করি।

 

ফারহান মৃন্ময়ী, শিক্ষার মূল প্রেরণা দিয়ে মোটিভেটেড আপনি। বিষয়টা অনেক বেশি সিমপ্যাথেটিক লাগছে আমার কাছে।

 

মৃন্ময়ী আপনি যদি মনে করেন ওর সাথে কথা বলা উচিত নয় আমার, তাহলে কথা বলবো না আমি।

 

ফারহান না, না, কথা বলুন ওর সাথে। আমি তো বলবো দাঙ্গা নিয়ে যে অ্যাক্ট আছে সেটাও পড়ে শোনান ওকে। মানে বলতে চাইছি যা ইচ্ছা হয় বলুন।

 

মৃন্ময়ী আমি বুঝতে পারছি না বিষয়টা নিয়ে আপনি একটুও চিন্তিত না কেন।

 

ফারহান ম্যাডাম…

 

প্রত্যয় মৃন্ময়ী

 

ফারহান অবশ্যই আমি চিন্তিত, মৃন্ময়ী। অনেক বেশি চিন্তিত। আমার ছেলে আরেকটি বাচ্চাকে মেরেছে…

 

মৃন্ময়ী উদ্দেশ্যপ্রণোদিতভাবে।

 

ফারহান ঠিক বলেছেন। আর এটাই আমাকে অনেক বেশি পোড়াচ্ছে। অবশ্যই উদ্দেশ্যপ্রণোদিতভাবে।

 

মৃন্ময়ী কিন্তু এটাই সব পার্থক্য করে দিচ্ছে।

 

ফারহান আর কীসের কীসের মধ্যে পার্থক্য করছে সেটা নিয়েই কিন্তু আমরা কথা বলছি। আমাদের সন্তান একটা লাঠি দিয়ে আপনাদের সন্তানকে আঘাত করেছে। আর এ জন্যই আমরা আজ এখানটায়, তাই নয় কি?

 

আনিকা অর্থহীন আলাপ।

 

প্রত্যয় হ্যাঁ উনি ঠিকই বলেছেন, এসব কথার কোনো অর্থই হয় না।

 

ফারহান তোমার কাছে কি মনে হচ্ছে না যে, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ ও এটা কেন করতে যাবে? আর এ প্রশ্নটা আসলে আমাকে কী বার্তা দিচ্ছে?

 

আনিকা শুনুন, আমরা একটা পিচ্ছিল ঢালু জায়গায় আটকে আছি। আমার হাজব্যান্ড অন্য সব বিষয় নিয়ে অনেক বেশি চিন্তিত। বাদ দিন…রামিনকে নিয়ে আজ সন্ধ্যায় আমি আসছি। আশা করি তখন সবকিছু মিটমাট হয়ে যাবে।

 

ফারহান প্রয়োজনের অতিরিক্ত একটা বিষয় নিয়েও আমি বেশি চিন্তিত নই।

 

আনিকা আচ্ছা ঠিক আছে, আমি চিন্তিত। হলো তো।

 

প্রত্যয় আসলে খুব বেশি চিন্তিত হবার কিছু নেই।

 

আনিকা হ্যাঁ, আছে, অবশ্যই আছে। (ফারহানের ফোন আবার ভাইব্রেট করে)

 

ফারহান কোনো স্টেটমেন্ট দিয়ো না। নো কমেন্ট…না, না, অবশ্যই তুমি এখন এটাকে বাজার থেকে তুলে নিতে পারো না! কি বলছো কি এসব! বাজার থেকে যদি এটা এখন তুলে নাও তার মানে এর সব রেসপন্সিবিলিটি তোমাকে নিতে হবে। যে মুহূর্তে বাজার থেকে এটা সরিয়ে নেয়া হবে সেই মুহূর্তে তোমাকে এর দায়ভার নিতে হবে! বার্ষিক অ্যাকাউন্ট রিপোর্টেও এর কোনো কিছু উল্লেখ নেই। হ্যাঁ এখন এক্সিকিউটিভ রিপোর্টকে মিথ্যা বানিয়ে তুমি যদি মামলা খেতে চাও আর দু’ সপ্তাহের মধ্যে চাকরিটা হারাতে চাও তাহলে হ্যাঁ ঠিক আছে বাজার থেকে তুলে নাও সব ওষুধ…

 

মৃন্ময়ী গত বছর প্যারেন্টস ডে-র প্রোগ্রামে যে নাটকটা হলো…ওটাতে কি রামিন অভিনয় করেছিল?

 

আনিকা চার্লি’স আন্ট।

 

মৃন্ময়ী হ্যাঁ, হ্যাঁ, চার্লি’স আন্ট।

 

ফারহান …ভিকটিমদের নিয়ে পরে ভাবা যাবে, সৌমিক…অ্যানুয়াল মিটিংয়ের পর শেয়ারহোল্ডাররা কি করে সেটা আগে দ্যাখো…

 

মৃন্ময়ী ওর পার্ফরমেন্স তো অসাধারণ ছিল।

 

আনিকা হ্যাঁ…

 

ফারহান …দুয়েকজন লোক কি বললো তার ভিত্তিতে বাজার থেকে আমরা এই ওষুধটা তুলে নিচ্ছি না। আর এর মাঝে কোনো স্টেটমেন্ট দিয়ো না…হ্যাঁ। ঠিক আছে, আমি পরে ফোন দিচ্ছি তোমাকে। (ফোন রাখে সে)

 

মৃন্ময়ী নাটকটাতে ওর অভিনয় আমার পরিষ্কার মনে আছে। তোমার কি মনে আছে প্রত্যয়?

 

প্রত্যয় হ্যাঁ, হ্যাঁ…মনে আছে আমার।

 

মৃন্ময়ী বিশেষ করে ও যখন খুব বিরক্ত হচ্ছিল।

 

আনিকা হ্যাঁ…

 

ফারহান (কলিগকে) আরে ওরা ভয় দেখাচ্ছে, পাশে মিডিয়ার লোকজনকে পেয়ে আরো বাড় বেড়েছে। শোনো তোমাকে একটা প্রেস রিলিজ তৈরি করতে হবে। একদম ডিফেন্সিভ যেন না হয়। উল্টো ওদের বিরুদ্ধে যা পারো তাই লিখে দাও…লেখো যে, এই ঘটনার ক্ষেত্রে এক্সিমকো-ফার্মা নিজেই ভিকটিম হয়েছে… শেয়ারহোল্ডারদের অ্যানুয়েল মিটিংয়ের দু’ সপ্তাহ আগে একটা অস্থির অবস্থা তৈরির চেষ্টা করা হয়েছে…হ্যাঁ…কোত্থেকে এলো এই আজগুবি আর্টিকেলটা…আর কেনই বা এটাকে ঠিক এই সময়েই প্রকাশ করা হলো…বøাবøাবøা…স্বাস্থ্য সমস্যা নিয়ে কোনো কথা বলতে যেয়ো না…বুঝতে পারছো কি বলছি…স্বাস্থ্য সমস্যা নিয়ে একটা কথাও না…আর হ্যাঁ শোনো একটা প্রশ্ন কোরো…কারা আছে এই রিপোর্টের পেছনে?…ঠিক আছে। (ফোন রাখে। বিরতি।)

 

প্রত্যয় ফার্মাসিউটিক্যাল এই কোম্পানিগুলো যা-তা। লাভ, লাভ আর লাভ ছাড়া ওদের মাথায় কিচ্ছু আসে না।

 

ফারহান মানে কী! আপনি বসে বসে আমার কথা শুনছিলেন?

 

প্রত্যয় বাহরে! আমার বাসায় সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে কথা বলবেন আর সেগুলো আমার কানে আসাটাই সমস্যা! এখানে এভাবে কথা বলাও আপনার ঠিক হয়নি।

 

ফারহান অবশ্যই, অবশ্যই ঠিক হয়েছে। এছাড়া আমার আর কোনো চয়েজ ছিল?

 

প্রত্যয় দ্বিতীয়বার না ভেবেই এই কোম্পানিগুলো যা খুশি তাই আমাদের গছিয়ে দিচ্ছে।

 

ফারহান থেরাপিউটিক ফিল্ডে অ্যাডভান্স যেকোনো কিছুই রিস্ক এবং প্রফিট দুটোই বয়ে আনে।

 

প্রত্যয় হ্যাঁ, বুঝতে পারছি। সবই এক। হাস্যকর এক কোম্পানির হয়ে কাজ করছেন আপনি।

 

ফারহান মানে?

 

মৃন্ময়ী প্রত্যয়, কি বলছো এসব! এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।

 

প্রত্যয় হাস্যকর চাকরি!

 

ফারহান আর আপনি কী করেন যেন?

 

প্রত্যয় আমি খুব সাধারণ একটা কাজ করি।

 

ফারহান হ্যাঁ সেই সাধারণ কাজটাই যেন কী?

 

প্রত্যয় বলেছি আপনাকে একবার। হাউজহোল্ড হার্ডওয়ার বিক্রি করি।

 

ফারহান …আর ডোরবেল।

 

প্রত্যয় …টয়লেট ফিটিংস। আরো নানা কিছু আছে।

 

ফারহান আহ্, টয়লেট ফিটিংস! এখন বোঝা যাচ্ছে। দ্যাটস্ রিয়েলি ইন্টারেস্টিং!

 

আনিকা ফারহান।

 

ফারহান না, এটা সত্যিই ইন্টারেস্টিং। আমার তো টয়লেট ফিটিং নিয়ে ব্যাপক আগ্রহ হচ্ছে।

 

প্রত্যয় কেন হবে না বলুন তো!

 

ফারহান তা কী কী ধরনের ফিটিংস পাওয়া যায়?

 

প্রত্যয় দুই ধরনের আছে। গ্র্যাভিটি আর প্রেশার অ্যাসিস্ট।

 

ফারহান আচ্ছা।

 

প্রত্যয় নির্ভর করছে কেমন চাই আপনার তার উপর।

 

ফারহান হ্যাঁ, তা তো অবশ্যই।

 

প্রত্যয় পানি উপর থেক নিচে পড়ুক অথবা নিচ থেকে উপরে। দু’ভাবেই কাজ করে এগুলো।

 

ফারহান আচ্ছা।

 

প্রত্যয় আমি আমার স্টক ম্যানেজারের সাথে আপনার পরিচয় করিয়ে দিতে পারি। এসব ব্যাপারে ও খুবই দক্ষ। অবশ্য যদি আপনি চান তবেই।

 

ফারহান আপনি তো দেখি এ বিষয়ে বিস্তর জ্ঞান রাখেন!

 

মৃন্ময়ী তোমরা কি কোনোভাবে রামিনকে শাস্তি দিতে চাইছো? আর এসব প্লাম্বিং আর ফিটিংসের আলোচনা চাইলে অন্য কোনো ভালো সময়েও তোমরা করতে পারো।

 

আনিকা আমার শরীরটা ভালো লাগছে না।

 

মৃন্ময়ী কী হয়েছে?

 

ফারহান হ্যাঁ, তোমাকে খুব স্ট্রেস্ড লাগছে জাদু!

 

প্রত্যয় অল্প একটু অবশ্য লাগছেই।

 

আনিকা আমার বমি বমি লাগছে।

 

মৃন্ময়ী বমি? আমার কাছে পেপটো বিসমল জাতীয় কিছু ওষুধ আছে…

 

আনিকা না, না…লাগবে না…ঠিক হয়ে যাবে।

 

মৃন্ময়ী কী করতে পারি আমরা…? কোক…হ্যাঁ…কোক খুব কাজে দেয় এমন সময়।

(ঘরের ভেতর যায় কোক খুঁজতে)

 

আনিকা ঠিক হয়ে যাবে…

 

প্রত্যয় উঠে একটু হাঁটার চেষ্টা করবেন কি? জাস্ট কয়েকটা স্টেপ।

(আনিকা কয়েকটা স্টেপ নেয়। এর মাঝেই মৃন্ময়ী কোকাকোলা নিয়ে প্রবেশ করে)

 

আনিকা সত্যিই? এটায় কাজ হবে?

 

মৃন্ময়ী অবশ্যই হবে। জাস্ট ছোট করে কয়েকটা চুমুক দিন।

 

আনিকা ধন্যবাদ।

(এই সুযোগে ফারহান তার অফিস কলিগকে ফোন দেয়)

 

ফারহান রোল্যান্ডকে দেবেন কাইন্ডলি? ও আচ্ছা…ওকে বলুন আমাকে ফোন দিতে…এখনি ফোন দিতে বলুন। (ফোন রেখে দেয় সে) কোকে কি কাজ হচ্ছে? আমার ধারণা ছিল এটা শুধু ডায়রিয়াতেই কাজে দেয়।

 

মৃন্ময়ী না, শুধু ডায়রিয়াতেই কাজে দেবে কেন! (আনিকাকে) এখন কি একটু ভালো লাগছে?

 

আনিকা হ্যাঁ ঠিক আছে। মৃন্ময়ী, আমাদের সন্তানকে যদি কিছু বলতেই হয় তাহলে সেটা আমরাই বলবো, আমাদের মতো করে। অন্য কাউকে আর এর মাঝে জড়াতে চাইছি না।

 

প্রত্যয় তা তো ঠিকই।

মৃন্ময়ী ‘তা তো ঠিকই’ মানে কি প্রত্যয়? কি বলছো কি তুমি?

 

প্রত্যয় তারা তাদের ছেলের সাথে কি করবে না করবে এটা তাদের ব্যাপার। এটা তাদের একান্তই ব্যক্তিগত বিষয়।

 

মৃন্ময়ী কিন্তু আমার তা মনে হয় না।

 

প্রত্যয় ‘তোমার তা মনে হয় না’ দিয়ে তুমি আসলে কি বলতে চাইছো মৃন্মো?

 

মৃন্ময়ী আমি বলতে চাইছি আমার মনে হয় না এটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার।

 

ফারহান রিয়েলি? একটু বুঝিয়ে বলবেন কি? (তার সেলফোন আবার ভাইব্রেট করে) দুঃখিত। (কলিগকে ফোনে) অসাধারণ…কিন্তু ভুলে যেয়ো না এখনো কিছুই প্রমাণিত হয়নি। কিছুই নির্দিষ্ট নয়। বোঝার চেষ্টা করো, কেউ যদি বেঁকে বসে তাহলে দুই সপ্তাহের মধ্যে সৌমিক একটা কঠিন মারা খাবে আর সাথে আমরাও।

 

আনিকা যথেষ্ট হয়েছে ফারহান! তুমি অনেক বাড়াবাড়ি করছো! এদিকটায় কি হচ্ছে সেদিকে একটু খেয়াল করবে তুমি?

ফারহান হ্যাঁ, হ্যাঁ…আমাকে কল ব্যাক করো। তখন পড়ে শুনিয়ো। (ফোন রাখে) তোমার সমস্যাটা কি, হ্যাঁ! পাগল হয়ে গেছ, নাকি!? এভাবে চিৎকার করছো কেন? রোল্যান্ড সব শুনতে পেয়েছে!

 

আনিকা খুব ভালো হয়েছে। এই…এই…ফোনটা আমাকে পাগল করে ফেলেছে। সবসময়…সবসময় এটা নিয়ে তোমার বাড়াবাড়ি…আর নিতে পারছি না আমি!

 

ফারহান শোনো আনিকা, আমি যে এখানটায় এখন পর্যন্ত আছি এটাই তোমার জন্য অনেক বড় পাওয়া।

 

মৃন্ময়ী অসাধারণ বললেন আপনি!

 

আনিকা বমি হবে আমার…বমি…

 

ফারহান না, না, না…বমি করবে না তুমি…বলছি বমি করবে না একদম না…

 

আনিকা হ্যাঁ আমি করবো।

 

(চলবে)

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here