তারুণ্য

শৈশব, কৈশোর পেরিয়ে আমি এখন তরুণ। তারুণ্যের উচ্ছ্বাস উপভোগ করি আমি দারুণ। তারুণ্যের ঝলকানি, মনের দৃঢ়তা সফলতার চাবি। এই উচ্ছ্বাস ও উদ্যম যেন না হারায় তারুণ্যের দাবি।

 

তারুণ্য অথবা তরুণ সমাজই পারে সমাজকে বদলাতে আর দেশকে পরিবর্তন করতে। আমি একজন তরুণ নাগরিক হিসেবে দেশ থেকে অবিচারী মনোভাব সরিয়ে নতুন সমাজ তৈরি করতে চাই। আমার ভালো লাগে এমন সমাজ, এমন দেশ যেখানে সবাই পাবে সমান অধিকার। নামে না বরং কাজে সমান অধিকারের দেখা মিলবে। ইট-পাথরের উন্নয়নের সাথে মানবিক অগ্রগতির বিকল্প নেই। সবাই যখন ভাবে আমি ডাক্তার হবো, আমি  ইঞ্জিনিয়ার হবো, আমি অনেক বড় ব্যবসায়ী হবো আমি এখন ভাবি আগে আমি মানুষ হবো। একটি সুস্থ মানবতাই পারে এদেশকে উন্নয়ন আর অগ্রগতির শিখরে নিতে। মূর্খের শিকড় তুলে জ্বালাতে হবে সামাজিক শিক্ষা।

 

এই চুপ থাকা  আর ঘুণে ধরা সমাজকে জাগতে হবে আর এটাই সবার প্রত্যাশা আর আমারও এটাই আশা। একদিন সবাই জাগবে, নতুন সমাজ গড়বে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here