গত বছর এমন দিনে প্রায় এমন করে বৃষ্টি নেমেছিল। ছিল স্তব্ধতা, ছিল টুপটাপ পাতায় পাতায় ছন্দমাখা বর্ষণ। আজ সেই বৃষ্টিকে মনে করে একবার তাকিয়ে দেখি অতীতের দৃশ্যপট।
ধরেই নেয়া হয় যে, পর্নোগ্রাফি বিপুল উপভোগ্য ও আনন্দদায়ক ব্যাপার; এর ভোক্তা হিসেবে আছে প্রায় সকল ধরনের লৈঙ্গিক পরিচয়ের মানুষ। অনেকেই পর্ন দেখেন, কিন্তু...