১. সুইমিং পুল
এক রাশান ভদ্রলোক তার ইন্জিনিয়ারকে বলছেন, ‘আমি তিনটি সুইমিং পুল বানাতে চাই : একটাতে থাকবে ঠান্ডা পানি, আরেকটাতে গরম পানি, অন্ যটাতে কোনো পানি থাকবে না।’
ইন্জিনিয়ার বললেন, ‘তিন নম্বরটিতে পানি থাকবে না কেন?’
রাশান লোকটা জবাব দিলেন, ‘কারণ আমার কিছু বন্ধু সাঁতার জানে না।’

২. বাড়ি
পশ্চিমা কারখানার এক শ্রমিক তার রাশান সহকর্মীকে নিজের বাড়ি দেখাতে দেখাতে বলল, ‘এই হলো আমার ঘর, এই যে আমার বউ, আমার বড় মেয়ে, এটা আমাদের ড্রইংরুম, এটা গেস্ট রুম….’
রাশান লোকটা এদিক ওদিক তাকিয়ে একটু বিরতি দিয়ে বলল, ‘‘হুম, ভালোই। দেখতে মূলত আমাদের মতোই। কেবল মাঝখানে কোনো দেয়াল নেই।’’
৩. গৃহপালিত প্রাণি
শিক্ষক জিজ্ঞেস করলেন, ‘‘তোমাদের মধ্যে কার কার পোষা প্রাণি আছে?’’ প্রায় সবাই হাত তুলে সমস্বরে বলল, ‘‘কুকুর, বিড়াল, সজারু… ‘’ লিটিল ভভচকা শুধু বলল, ‘‘উঁকুন, টিকিটিকি আর তেলাপোকা…!’’
৪. বাক্-স্বাধীনতা
এক আমেরিকান এবং আরেকজন রাশান তর্ক করছে : কোন দেশে বাক্-স্বাধীনতা বেশি? আমেরিকায়? না রাশিয়ায়? আমেরিকান লোকটি বলল, ‘‘আমি হোয়াইট হাউজের সামনে দিয়ে হেঁটে যাবো আর চিৎকার করে বলব, ডোনাল্ড ট্রাম্প গদি ছাড়ো! আমার কোনো সমস্যা হবে না।’ রাশান লোকটি বলল, ‘‘অনুমান কর দেখি, আমার ক্ষেত্রে কী হবে?’’
— কী?
— আমি ক্রেমলিনের সামনে দিয়ে হেঁটে যাবো আর চিৎকার করে বলব, ডোনাল্ড ট্রাম গদি ছাড়ো! আমারও কোনো সমস্যা হবে না।
৫. কমরেড
ইভানভ কমিউনিস্ট পার্টিতে সদস্য পদ লাভের জন্য আবেদনপত্র পেশ করেছিল। পার্টি অফিস তাকে সাক্ষাৎকারে ডেকেছে।
‘‘কমরেড ইভানভ, আপনি কি ধূমপান করেন।’
— হ্যাঁ, খানিকটা।
— আপনি কি জানেন না কমরেড লেনিন ধূমপান করতেন না। কমিউনিস্টদের ধূমপান করতে নিষেধ করেছেন।
— কমরেড লেনিন যদি তা বলে থাকেন, তাহলে আমি ধূমপান ছেড়ে দেব।
— আপনি কী মদ খান?
— হ্যাঁ, সামান্য।
— কমরেড লেনিন মদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন।
— তাহলে আমি মদ খাওয়া ছেড়ে দেব।
— কমরেড ইভানভ, মেয়েদের ব্যাপারে আপনার আগ্রহ কেমন?
— এই তো সামান্য একটু…
— কমরেড ইভানভ আপনি কি জানেন না কমরেড লেনিন অনৈতিক জীবনযাপনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন!
— কমরেড লেনিনের যদি আপত্তি থেকে থাকে তাহলে আমি আর তাদের ভালোবাসব না।
— কমরেড ইভানভ আপনি পার্টির জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত?
— অবশ্যই। এ জীবন দিয়ে কী হবে!







































