মুই চাং

মুই বেরেবার চাং মাদিয়ে মাদিয়ে
মুই বেরেবার চং ঝারে ঝারে
মুই বেরেবার চাং লাঙেলে
লাঙেলে
মুই বেরবার চাং বরগাং পারে পারে
মুই বেরেবার চাং ছরাথুম দঝরে-
মুই বেরেবার চাং। 
 
যেদক মঝা কুগি কামর খাং
যেদক সাপ চেরা ফুদান খাং
যেদক ধিগ জুগর লেভান খাং
যেদক দেন-দেবেদার ইরান খাং
মুই ন দরাং,মাদি মুই কামারেই-
দাত কুবি থেবার চাং।
 
কন্না মরে চুওর জুগিব’
কন্না মর উদ সিলেব’? 
নয় মুই পাদুর’
নিত্য মর গাব ঝরিব’
ধল ভূয়ত পেক্কো মাদি উধিব’
বাবর পুদ,তে ন’ খেমিব’-
নয় তে পাদুর’ ।
 
বেলা খেংগরং বাজিব’ ঝনাত ঝনাত
বাঝি মেমদত তাল গুজুরিব’
ধুধুক তবলাত রণ উধিব’
জুম তুগুনত থাগ বাঝর র’ উধিব’
হিয়াং শিগ সিদিব’ আন্য লোদির জাবুরে
গেংহুলি গীদর ঘঝা তুলি রেঙো চাক পরি যেই
মোনে মোনে এ্যাংকুর এ্যাংকুর পরিব’।
০৮.০৮.২০২০

বাংলা অনুবাদ

আমি চাই
আমি দেখতে চাই মেঠো পথে পথে
আমি বেড়াতে চাই ঝোপে ঝারে
আমি উঠতে চাই পাহাড়ের চূড়ায় চূড়ায়
আমি চলে যেতে চাই নদীও সমুদ্রের পারে পারে
আমি হাঁটতে চাই ঝিরি ঝর্ণায় ঝর্ণায়
আমি দেখতে চাই।
যত মশা কীটপতঙ্গের কামড় খাই
যত সর্প আকরামের দংশন খায়
যত প্রকার জোঁকের শোষণ খায়
ভয় করি না,আমি এই ভূমিতে —
দাঁত পুঁতে রাখবো।
কে মোরে থাবা মেরে চলে যাবে
কে মোর ওষ্ঠ নিরোধ করাবে
আমি ভয়ার্ত নেই;
প্রতিক্ষণে মোর সূর্যের রশ্মি বেরুবে
শুভ্র ভূমিতে পলির ফোটাা পড়ে যাবে
পৌরুষের বংশ নত হবে না —
কেন না সে ভীত নয়।
বেহেলা খেংগরং বেজে উঠবে ঝনঝন
বাঁশি মেমথের তাল গর্জে উঠবে
রণ হুংকার সৃষ্ট হবে ধুধুক তবলায়
জুম পাহাড়ে বাঁশের থাক চিৎকার করে উঠবে
হিয়াংশিক পড়ে যাবে অন্য লতার ডগায়
গেংহুলি গানের সুরে রেঙ —
পাহাড়ে পাহাড়ে উচ্চারিত হবে।
টীকা
১. খেংগরং- বাদ্য যন্র
২. মেমথ- মাটির বাঁশি
৩. ধুধুক-বাঁশের বাদ্য যন্র
৪. থাক-পাখি তাড়ানো যন্র
৫. হিয়াংশিক- জয়ধ্বনি
৬. গেংহুলি- চারণ কবি
৭. রেঙ- আনন্দের জয়ধ্বনি

1 COMMENT

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here