ট্রল

সামাজিক যোগাযোগ মাধ্যম মানেই ট্রল আসছে, ট্রল যাচ্ছে; হাসির হুল্লোড় পড়ে যাচ্ছে। এর নাক, ওর মুখ, ওর ঠোঁট চ্যাপ্টা করা হচ্ছে। যার মুখে যে কথা সাজে না, সে কথা জুড়ে দেয়া হচ্ছে। রবীন্দ্রনাথকে পরানো হচ্ছে জিন্স, হাতে ব্রিফকেস, চোখে সানগ্লাস। চলতি সিরিজের চরিত্রকে হাস্যকর করে তোলা হচ্ছে। সব মিলিয়ে একেই বলা হচ্ছে ‘‘ট্রল’’ বা ‘‘ট্রলিং’’। স্ক্যান্ডিনেভিয় পুরাণে ‘‘ট্রল’’ হলো কুৎসিত, ভয়াল প্রাণি যারা গুহার বাস করে আর বাচ্চাদের চুরি করে নিয়ে যায়।

কিন্তু সাম্প্রতিক কালে ট্রলের অর্থ তা নয়। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম সংক্রান্ত একটি স্ল্যাং বা অপভাষা হিসেবে ট্রল শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। তরুণ প্রজন্মের মুখেই শব্দটি বেশি শোনা যায়। তাদের কাছে ট্রলের অর্থ : উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছবির মাধ্যমে কোনো ব্যক্তি, বিষয়, প্রসঙ্গকে হাস্যকরভাবে তর্ক-বিতর্কের আওতায় নিয়ে আসা; মানুষকে আহত, বিব্রত ও অপ্রস্তুত করে তোলা। কে কখন কোন সূত্র ধরে ট্রল তৈরি করে তা নির্ণয় করা সমস্যাজনক হয়ে পড়ে। সাধারণত বেনামী আইডি থেকে ট্রল তৈরি করা হয়। এজন্য ট্রলকে অনেকে ফেলেন ডিজিটাল ফোকলোরের কাতারে।

মূলত প্রযুক্তির বিভিন্ন কলাকৌশল প্রয়োগ করে ছবি কেটে ছেটে নতুন ছবি তৈরি করা হয়। খুব পরিচিত সংলাপ অন্য কোনো বিখ্যাত চরিত্রের সঙ্গে জুড়ে দেয়া হয়। বাংলাদেশে বহু ট্রল করা হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মানদীর মাঝি উপন্যাসের কুবের-কপিলাকে নিয়ে। রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীকে নিয়ে করা ট্রল চলে গিয়েছিল অমানবিকতার চূড়ায়। রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ প্রচুর ট্রলের শিকার হয়েছেন। বিশ্ব জুড়ে ট্রলের শিকার হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মজার ব্যাপার, ট্রল নিয়ে গবেষণাও হয়েছে! ট্রলকে কেউ কেউ ভাবেন প্রতিবাদ ও প্রতিরোধের মাধ্যম। তবে হাস্যকর অবস্থা মাত্রাতিরিক্ত হয়ে গেলে সেটি সম্ভবত রুচিশীলতার সীমানা লঙ্ঘন করে ফেলে। এমনও হয়েছে মৃত বাবার ছবি জুড়ে দিয়ে মেয়েকে বিব্রত করা হয়েছে। নিশ্চিতভাবেই এই কাজটি রসিকতার পর্যায়ে পড়ে না। ‘‘হাফপোস্ট’’ সাময়িকীতে প্রযুক্তি-বিশেষজ্ঞ জানাচ্ছেন, আপনি যদি ট্রলের শিকার হন, তাহলে ‘ইগনোর দেম।’ উপেক্ষা করুন। তর্ক বা যুক্তিশীল আলাপ করতেই যাবে না। আবার আপনি যদি ট্রলকারীর মতো সমান উদ্যমে জবাব দিতে নেমে যান, তাহলে মাঝখান থেকে আপনার সুনামই ক্ষুণ্ণ হবে। অবশ্য রবীন্দ্রনাথকে নিয়ে ট্রল করলে রবীন্দ্রনাথ কী করবেন! সেটা ভাববার বিষয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here